Home / বগুড়ার খবর / শেরপুরে ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুরে ১ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় শেরপুরে এক কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শনিবার (২ নভেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে শেরপুর উপজেলা পরিষদের উত্তরে টিএমএসএস অফিস-২ এর সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাদক কারবারিরা হলো, জেলার শেরপুর উপজেলার ঘোলাগাড়ী পূর্বপাড়া এলাকার মৃত হাফিজার রহমানের ছেলে জুয়েল রানা (৩৪) এবং একই এলাকার শিষ মোহাম্মাদের ছেলে বাবু বিশ্বাস (৩৮)। রবিবার (৩ নভেম্বর) বেলা সাড়ে ১২ টায় ডিবির একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য গণমাধ্যমকে জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে গত শনিবার শেরপুর উপজেলা পরিষদের উত্তরে টিএমএসএস অফিস-২ এর সামনে অভিযান চালায় ডিবি। এসময় ১ কেজি গাঁজাসহ দুই জন মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আরও জানানো হয়, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদক আইনে আদালতে পাঠানো হয়েছে।

Check Also

ফিলিস্তিনে ইসরাইলি হামলার প্রতিবাদে বগুড়ায় জামায়াতের বিক্ষোভ মিছিল

শেরপুর নিউজ ডেস্ক: বিশ্বব্যাপী ‘নো ওয়ার্ক নো স্কুল’ কর্মসূচির ডাকে বগুড়ায় ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে বিক্ষোভ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us