Home / বগুড়ার খবর / বগুড়া সদর / বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর আহ্বান ডিসির

বগুড়ায় শহীদ স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর আহ্বান ডিসির

শেরপুর নিউজ ডেস্ক: মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণে বগুড়ায় নির্মিত স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা জানানোর জন্য সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছেন বগুড়ার জেলা প্রশাসক (ডিসি) হোসনা আফরোজা।

সোমবার (১৮ নভেম্বর) সকালে মহান শহীদ বুদ্ধিজীবি দিবস ও বিজয় দিবস উদযাপনের লক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতি সভায় ডিসি এ আহ্বান জানান।

সভায় ডিসি বলেন, জাতীয় কর্মসূচির আলোকে জেলা প্রশাসনের পক্ষ থেকে এবার আলোচনা সভা হবে না।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেজবাউল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আফসানা ইয়াসমিন, অতিরিক্ত পুলিশ সুপার আব্দুর রশিদসহ সরকারি কর্মকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Check Also

বগুড়ায় বিক্ষোভ সমাবেশে আসছেন সারজিস আলম ও তাহসিন রিয়াজ

শেরপুর নিউজ ডেস্ক: গণহত্যাকারী আওয়ামী লীগকে নিষিদ্ধ ও তাদের বিচারের দাবিতে বগুড়ায় বিক্ষোভ মিছিল ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us