Home / বিনোদন / মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রিয় মালতী

মুক্তি পাচ্ছে মেহজাবীনের প্রিয় মালতী

শেরপুর নিউজ ডেস্ক: দীর্ঘ ১৫ বছর ধরে শোবিজে কাজ করছেন মেহজাবীন চৌধুরী। তাকে বিভিন্ন সময়ে বিভিন্ন চরিত্রে দেখা গেছে। বিশেষ করে ছোটপর্দায়। তবে দীর্ঘ ক্যারিয়ারে সিনেমার পর্দায় কখনো দেখা যায়নি এই অভিনেত্রীকে। অবশেষে সেই অপূর্ণতা এবার পূর্ণতা পেতে যাচ্ছে।

প্রথমবার তাকে বড়পর্দায় দেখা যাবে। খুব শিগগির দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে মেহজাবীন অভিনীত সিনেমা ‘প্রিয় মালতী’। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টের মাধ্যমে এ ঘোষণা দিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

কবে মুক্তি পেতে চলেছে তা এখনও চুড়ান্তভাবে ঘোষণা দেওয়া হয়নি। পোস্ট দিয়ে চরকি কর্তৃপক্ষ বলেন, ‘অপেক্ষার পালা শেষ, ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল-এরপর, আপনাদের ‘প্রিয় মালতী’ আসছে আপনাদের কাছে।’

শঙ্খ দাশগুপ্ত পরিচালিত সিনেমাটি যৌথ প্রযোজনায় ছিল ‘ফ্রেম পার সেকেন্ড এবং চরকি।’ মেহজাবীনের সঙ্গে এ সিনেমায় অভিনয় করেছেন নাদের চৌধুরী, শাহজাহান সম্রাট, রিজভী রিজুসহ আরও অনেকে।

উল্লেখ্য, মেহজাবীন চৌধুরী ২০০৯ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টার থেকে বিজয়ী হয়ে মিডিয়া জগতে আসেন। বর্তমানে তিনি বিভিন্ন টিভি বিজ্ঞাপন ও নাটকে নিয়মিত অভিনয় করছেন।

Check Also

চিত্রনায়ক জায়েদ খানের বিয়ে ও হানিমুনের গুঞ্জন

শেরপুর নিউজ ডেস্ক: বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। দীর্ঘদিন ধরেই …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us