সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / শেখ হাসিনাকে বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের

শেখ হাসিনাকে বক্তব্য প্রচারে বাধা দেবে ভারত, আশা উপদেষ্টা আসিফের

শেরপুর নিউজ ডেস্ক: ভারতে অবস্থান করা ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে দেশটি বাধা দেবে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে ব্রিফিংয়ে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।

উপদেষ্টা আসিফ বলেন, ‘আমরা আশা করি বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে ভারত সরকার শেখ হাসিনাকে বাধা দেবে। এবং দুই দেশের মধ্যে বিদ্যমান বন্দি বিনিময়ের চুক্তির আওতায় যথাসময়ে তাকে ফেরত দেবে।’

গত ৫ আগস্ট ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এরপর থেকে তিনি সেখানেই অবস্থান করছেন। তেমন একটা প্রকাশ্যে না আসলেও মাঝে–মধ্যে কিছু অডিও ছড়িয়ে পড়ে শেখ হাসিনার নামে। এগুলোতে অন্তর্বর্তী সরকারের সমালোচনা করতে শোনা গেছে তাকে।

আদালত এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ‘উসকানিমূলক বক্তব্য’ প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছে।

ব্রিফিংয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘যে শাসকের বিরুদ্ধে আন্দোলন ছিল, সেই বিতাড়িত শাসককে আশ্রয় দিয়েছে ভারত। তাই মানুষের মনে ক্ষোভ থাকা স্বাভাবিক। তবে দুই দেশই চাইবে সম্পর্ক ভালো হোক। সেটা রাষ্ট্রের সাথে রাষ্ট্রের, জনগণের সাথে জনগণের। কোন ব্যক্তি বা দলের সাথে নয়। ক্ষোভ প্রকাশে আলোচনার পথ তৈরি হয়। ভারতের পররাষ্ট্র সচিবের সফরের মধ্য দিয়ে সম্পর্কটা পুনঃমূল্যায়ণ এবং নতুন যাত্রা শুরু প্রক্রিয়া শুরু হয়েছে।’

সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই সম্প্রতি ঢাকা ঘুরে গেছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতীয় সংবাদ মাধ্যম দ্যা হিন্দু বৃহস্পতিবার এক প্রতিবেদনে বলেছে, বুধবার বিরোধী দলীয় সংসদ সদস্য (এমপি) শশী থারুর নেতৃত্বাধীন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে সফর নিয়ে ব্রিফ করেন তিনি।

এতে বিক্রম মিশ্রি বলেন, বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করার বিষয়টি ভারত সমর্থন করে না। বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক একটি একক রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বরং সম্পর্কটা ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে।

ভারত থেকে দেওয়া শেখ হাসিনার বক্তব্য নিয়ে ব্রিফিংয়ে বিক্রম মিশ্রি বলেন, ‘শেখ হাসিনা ব্যক্তিগত যোগাযোগের যন্ত্র ব্যবহার করে বক্তব্য দেন। ভারত সরকার তাঁকে এমন কোনো প্ল্যাটফর্ম বা সুবিধা প্রদানের সঙ্গে জড়িত না; যা তাঁকে ভারতের মাটি থেকে তাঁর রাজনৈতিক কার্যকলাপ চালাতে দেয়। এটি তৃতীয় দেশে হস্তক্ষেপ এড়ানোর ভারতের ঐতিহ্যবাহী অনুশীলনের অংশ।’

Check Also

সরকারি সফরে কাতার গেলেন সেনাবাহিনী প্রধান

শেরপুর নিউজ ডেস্ক: সরকারি সফরে শনিবার (৩ মে) কাতার গেলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সফরকালে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us