Home / পড়াশোনা / ঢাবিতে ৪০০ টাকায় গরুর মাংস বিক্রি!

ঢাবিতে ৪০০ টাকায় গরুর মাংস বিক্রি!

শেরপুর নিউজ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রশাসন কর্তৃক ৪০০ টাকায় গরুর মাংস বিক্রির খবরটির সত্যতা মেলেনি। এমন কোনো উদ্যোগ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নেয়নি। সোমবার (২৩ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বিষয়টি নিশ্চিত করেন।

এর আগে গত দুই-তিন দিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আভ্যন্তরীণ শিক্ষার্থীদের ফেসবুক গ্রুপগুলোতে খবর ছড়িয়েছে ৪০০ টাকায় বিশ্ববিদ্যালয় প্রশাসন গরুর মাংস বিক্রি করবে। ঢাকা বিশ্ববিদ্যালয় বহির্ভূত বেশ কিছু গ্রুপেও এ সংক্রান্ত পোস্ট ছড়িয়ে পড়ে। তবে সব শেষ অনুসন্ধান অনুযায়ী এ ধরনের কোনো উদ্যোগ প্রশাসনের নেই।

এ বিষয়ে উপ উপাচার্য (প্রশাসন) সায়মা হক বিদিশা বলেন, ‘এ ধরনের কোনো পরিকল্পনা আমাদের নেই। সাশ্রয়ী মূল্যে মুরগি কিংবা গরুর মাংস বিক্রি করা তো বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ নয়। আমরা বড়জোর ভালো মানের খাবার ক্যান্টিনগুলোতে যাতে পাওয়া যায় সেটা নিশ্চিত করতে পারি।’

প্রসঙ্গত, গরুর মাংস বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের জন্য বেশ উপাদেয় খাবার হলেও উচ্চমূল্যের জন্য ক্যান্টিনগুলোতে এটি রান্না হয় না। তবে সম্প্রতি কিছু শিক্ষার্থী গরুর মাংস কিনে রুমেই রান্না করে খান। ফলে গরুর মাংস বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে বিক্রির খবর মুহূর্তেই ছড়িয়ে পড়ে বিভিন্ন অনলাইন গ্রুপে।

Check Also

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা স্থগিত

শেরপুর নিউজ ডেস্ক: চাকরিপ্রত্যাশীদের টানা আন্দোলনের মুখে অবশেষে স্থগিত করা হয়েছে ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষা। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us