Home / রাজনীতি / বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় সিপিবির তীব্র ক্ষোভ ও নিন্দা

বীরমুক্তিযোদ্ধাকে লাঞ্ছিত করায় সিপিবির তীব্র ক্ষোভ ও নিন্দা

 

শেরপুর নিউজ ডেস্ক:

কুমিল্লার চৌদ্দগ্রামে বীর মুক্তিযোদ্ধা বীরপ্রতীক আবদুল হাই কানুকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স। সোমবার (২৩ ডিসেম্বর ) এক বিবৃতিতে এ ক্ষোভ ও নিন্দা জানান তারা।

বিবৃতিতে নেতারা লাঞ্ছনার ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। এতে তারা বলেন, মুক্তিযুদ্ধ আমাদের শ্রেষ্ঠ অর্জন। মুক্তিযোদ্ধারা জাতির অন্যতম শ্রেষ্ঠ সন্তান। মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কোনোভাবে অপমান করা যাবে না। যদি এদের মধ্যে কেউ কোনো অন্যায় করে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়াও সংগত।

কিন্তু ‘মবে’র নামে আইন নিজের হাতে তুলে নেয়া, মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, মুক্তিযোদ্ধাদের হেনস্ত করা, মুক্তিযুদ্ধবিরোধী অপশক্তির একাংশের বর্তমান কার্যক্রম হয়ে দাঁড়িয়েছে। এটা দেশের কোনো বিবেকবান মানুষ মেনে নিতে পারে না।

বিবৃতিতে সিপিবির নেতারা এ ধরনের কার্যক্রমের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবি জানান। একইসঙ্গে মুক্তিযুদ্ধকে বিতর্কিত করা, ক্ষমতায় থাকা বা ক্ষমতায় যাওয়ার জন্য মুক্তিযুদ্ধকে ব্যবহার করার বিরুদ্ধে সচেতন দেশবাসীকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।

বিবৃতিতে তারা সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি না হওয়ায় বরং কোথাও কোথাও আরো অবনতি হওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও উন্নত করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যথাযথ ভূমিকা রাখার আহ্বান জানান।

Check Also

অনির্বাচিত সরকারের করিডোর দেওয়ার এখতিয়ার নেই: বিএনপি

শেরপুর নিউজ ডেস্ক: রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা ছাড়াই মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার মতো স্পর্শকাতর …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us