সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

নোয়াখালীর হকার্স মার্কেটে ভয়াবহ আগুন

নোয়াখালী মাইজদীর হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (১১ জানুয়ারি) রাত পৌনে ১২টার দিকে শহরের হকার্স মার্কেটে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে। খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের আটটি ইউনিট।

জানা যায়, রাতে হঠাৎ হকার্স ও নূপুর মার্কেটে আগুনের ফুলকি দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। কার দোকান থেকে আগুনের সূত্রপাত কিছু বোঝা যাচ্ছে না। ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১৫-২০টির অধিক দোকান পুড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ রয়েছে। মাইজদী ফায়ার সার্ভিস স্টেশনের সেন্টি ইয়াছিন মোল্লা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘হকার্স মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে আমাদের আটটি ইউনিট পৌঁছেছে। তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে।’ প্রাথমিকভাবে অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান তিনি।

Check Also

করিডোর দেওয়ার সিদ্ধান্ত আসতে হবে নির্বাচিত সংসদ থেকে: তারেক রহমান

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশের পক্ষ থেকে মিয়ানমারের রাখাইনের জন্য মানবিক করিডোর দেওয়ার বিষয়ে বিএনপির ভারপ্রাপ্ত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us