Home / রাজনীতি / ‘দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই’-দুদু

‘দেশকে স্থিতিশীল করতে নির্বাচনের বিকল্প নেই’-দুদু

শেরপুর নিউজ ডেস্ক:

দেশকে স্থিতিশীল করতে হলে নির্বাচনের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের উদ্যোগে এক নাগরিক সমাবেশে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশের সংস্কারের কথা বলে ছয় মাস হয়ে গেছে, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান অগ্রগতি দেশের জনগণ দেখতে পায়নি। এ সরকারের কথাবার্তায় মনে হচ্ছে- সরকার নিরপেক্ষতা বজায় রাখতে ব্যর্থ হচ্ছে। তিনি অবিলম্বে দ্রুত জাতীয় ঐকমত্যের ভিত্তিতে একটি নির্বাচনী রোড ম্যাপ দ্রুত আহ্বান জানান।

বিএনপির ভাইস চেয়ারম্যান বলেন, বর্তমান সরকারের দায়িত্ব হলো একটি নির্বাচনী সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করে সুন্দরভাবে বিদায় নেওয়া। অবিলম্বে দ্রুত জাতীয় নির্বাচন দিয়ে জনগণের ভোটের অধিকারসহ সব অধিকার ফিরিয়ে দেওয়ার আহ্বান জানান। শেখ হাসিনার পতনের লক্ষ্য ছিল এক। এই কারণে দেশে বাকশাল গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ সংগ্রাম করেছিল ১৭ বছর।

নাগরিক সমাবেশে, বাংলাদেশ জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের সভাপতি হুমায়ুন কবির বেপারির সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাসাসের সাবেক সভাপতি রেজাবুদৌল্লা চৌধুরী, বিএনপির নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা বাবুল আহমেদ ও তাঁতী দলের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ডক্টর কাজী মনিরুজ্জামান মনির। এছাড়া মুক্তিযুদ্ধের প্রজন্মের সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, সংবিধান অধিকার ফোরামের সভাপতি বাবু সুরঞ্জন ঘোষ, জাগ্রত বাংলাদেশের সভাপতি মো. জহিরুল ইসলাম কলিম ও কৃষক দলের সাবেক যুগ্ম সম্পাদক শাহাজান মিয়া সম্রাটসহ অনেকে।

Check Also

পরিষ্কার করে বলেন নির্বাচনটা কখন হবে,রোডম্যাপ দেন: মির্জা ফখরুল

  শেরপুর নিউজ ডেস্ক: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এদেশের মানুষ তাদের নিজস্ব …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us