শেরপুর নিউজ ডেস্ক:
চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সৌম্য সরকার ও মেহেদী হাসান মিরাজের বিদায়ের পর ধস নামে টাইগারদের ব্যাটিং লাইনআপে। পাকিস্তান শাহিনসের বোলারদের তোপে দাঁড়াতে পারেননি মুশফিকুর রহিম-জাকের আলীর মতো ব্যাটাররা। ৭০ বল বাকী থাকতেই ২০২ রানে অলআউট হয়েছে বাংলাদেশ।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) দুবাই ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ব্যাট করতে নেমে মাত্র ৬ রান করে সাজঘরে ফিরে যান তানজিদ হাসান তামিম।
এরপর ক্রিজে আসা শান্তকে সঙ্গে নিয়ে শুরুর ধাক্কা সামাল দেন সৌম্য। তবে দলীয় ৫০ রানে ২১ বলে ১২ রান করে আউট হন শান্ত। তার বিদায়ের পর দ্রুতই ফিরে যান সৌম্য ৩৮ বলে ৩৫ রান করেন তিনি।
এরপর তাওহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে ৫৬ রানের জুটি গড়েন মিরাজ। এরপর ধস নামে বাংলাদেশের ব্যাটিং লাইনে। হৃদয় ২০, মুশফিক ৭, মিরাজ ৪৪, জাকের ৪ ও রিশাদ ১৪ রান করে আউট হন।
শেষ দিকে তানজিম সাকিবের ২৭ বলে ৩০ ও তাসকিন আহমেদের ১৬ বলে ১৫ রানের ইনিংসে ভর করে দুইশো পেরোয় বাংলাদেশ। ৩৮ ওভার ২ বলে ২০২ রানে গুটিয়ে যায় টাইগাররা।