সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / বাংলাদেশের সঙ্গে যদি বন্ধুত্ব চান,আগে তিস্তার পানি দেন : ভারতকে মির্জা ফখরুল

বাংলাদেশের সঙ্গে যদি বন্ধুত্ব চান,আগে তিস্তার পানি দেন : ভারতকে মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ভারতকে পরিষ্কার করে বলতে চাই। আগেও বলেছি, এখনো বলছি, বাংলাদেশের মানুষের সঙ্গে যদি বন্ধুত্ব করতে চান, আগে তিস্তার পানি দেন। সীমান্তে গুলি করে হত্যা বন্ধ করেন। আর আমাদের সঙ্গে বড় দাদার মতো আচরণ বন্ধ করেন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) রংপুর ও লালমনিরহাট জেলার মাঝে তিস্তা রেলওয়ে সেতু সংলগ্ন চরে তিস্তা রক্ষা ও মহাপরিকল্পনা বাস্তাবায়নের দাবিতে আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। সমাবেশের সভাপতিত্বে করেন ‘তিস্তা নদী রক্ষা কমিটি’র প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু।

প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল ইসলাম বলেন, ‘আমরা আমাদের পায়ে দাঁড়াতে চাই। আমরা পানির ন্যায্য হিস্যা বুঝে নিতে চাই।

অবশ্যই আমরা ভারতকে বন্ধু হিসেবে দেখতে চাই। কিন্তু সেটা হবে সম্মানের সঙ্গে, আমাদের যে পাওনা সেটা বুঝিয়ে দেওয়ার সঙ্গে।’
‘জাগো বাহে, তিস্তা বাঁচাই’ স্লোগানে এদিন একই সঙ্গে লালমনিরহাট, কুড়িগ্রাম, নীলফামারী, রংপুর ও গাইবান্ধা জেলার ১১টি স্থানে সমাবেশ করেছে বিএনপি। এছাড়া পদযাত্রা, সাংস্কৃতিক পরিবেশনা, রংপুর অঞ্চলের বিভিন্ন ঐতিহ্যবাহী খেলার প্রতিযোগিতার আয়োজন করে ‘তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি।

‘ দুই দিনের এই কর্মসূচির উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সমাপনী বক্তব্য দিবেন।
কর্মসূচি বাস্তবায়নে তিস্তার চরে মঞ্চ তৈরি, খাবারের ব্যবস্থা, তাবু টানিয়ে রাত্রিযাপনের ব্যবস্থা করা হয়েছে। সমাবেশে শিক্ষার্থী, কৃষক, মৎস্যজীবী, পরিবেশকর্মী, শিক্ষক, চিকিৎসক থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী সংগঠনের সদস্যরা উপস্থিত হয়েছেন। যারা ভারতের কাছ থেকে শুকিয়ে যাওয়া তিস্তার পানির ন্যায্য হিস্যা ও তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানাচ্ছেন।

অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, আজকে যে আন্দোলন শুরু হলো, এটা আমরা শেষ পর্যন্ত নিয়ে যাব। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফারাক্কা অভিমুখে মার্চ করেছিলেন। গঙ্গার পানির ন্যায্য হিস্যা পাওয়ার জন্য। আজকে আমাদের আসাদুল হাবিব দুলুভাই হাজারো মানুষকে একত্রিত করে ডাক দিয়েছেন ‘জাগো বাহে, তিস্তা বাঁচা ‘। এটা শুধু স্লোগান নয়। তিস্তা পারের মানুষের বাঁচার আহাজারি বেড়িয়ে এসেছে। আজকে এখানের মানুষের করুণ অবস্থা। একদিকে যখন তারা বাধের গেট খুলে দেয়, পানির তোরে আমাদের ঘর, বাড়ি, গ্রাম, ফসলের মাঠ ডুবে যায়। আবার যখন গেট বন্ধ করে দেয়, তখন খরায় খট-খট হয়ে যায়। তিস্তা পাড়ের মানুষের দুঃখ আর যায় না। আজ থেকে বহুদিন আগে থেকে এই তিস্তার পানির ন্যায্য হিস্যার জন্য কথা বলছি আমরা। পাকিস্তান আমল, বাংলাদেশ সময়ে আমরা বলেছি।

বিএনপির এই নেতা বলেন, আওয়ামী লীগের সরকার আসলো। সবাই ভাবলো, ভারতের বন্ধু আওয়ামী লীগ। সুতরাং তিস্তার পানি মনে হয় এবার পেয়েই যাবে। লবডঙ্কা। ১৫ বছরে বাংলাদেশকে বেঁচে দিছে, কিন্তু তিস্তার একফোঁটা পানি আনতে পারে নাই। ভারতের সঙ্গে বাংলাদেশের ৫৪টা নদী আছে, সবগুলো নদীর উজানে তারা বাধ দিয়ে দিয়েছে। তারা পানি নিয়ে যায়, বিদ্যুৎ উৎপাদন করে। কিন্তু আমাদের দেশের মানুষ ফসল ফলাতে পারে না, জীবন-জীবিকা থেকে বঞ্চিত হয়। প্রত্যেক মানুষকে কষ্টের মধ্যে পড়তে হয়েছে। একদিকে ভারত আমাদেরকে পানি দেয় না, অন্যদিকে আমাদের শত্রুকে (শেখ হাসিনা) তারা তাদের দেশে বসিয়ে রেখেছে। দিল্লিতে রাজার হালে বসিয়ে রেখেছে।

তিনি বলেন, আজকের এই সংগ্রাম এই এলাকার মানুষের বাঁচা-মরার সংগ্রাম। এই সংগ্রামকে আমরা কখনো বন্ধ হতে দেবো না। আজকে এই অন্তর্বর্তী সরকার নিজেদেরকে নিরপেক্ষ সরকার বলে, কিন্তু এখানে নিরপেক্ষ থাকলে চলবে না। মুখ খুলতে হবে। ভারতকে বলতে হবে, যে পানির ন্যায্য হিস্যা চাই। আর খুব তাড়াতাড়ি নির্বাচন দিয়ে জনগণের প্রতিনিধিদের হাতে ক্ষমতা দেন।

উপস্থিত মানুষদের উদ্দেশ্য করে বলেন মির্জা ফখরুল বলেন, লড়াই না করে কিছু পাওয়া যায় না, সেই লড়াই করেই আমরা তিস্তার পানি আনবো। অধিকার আদায় করে নেবো। আসুন আমরা ঐক্যবদ্ধ হই।

একই অনুষ্ঠানে উপস্থিত বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, শুকনো মৌসুমে ভারত উজানের পানি আটকে রাখে, আর বর্ষার মৌসুমে ছেড়ে দেয়। যার ফলে আমাদের এখানে বন্যায় সব ভেসে যায়। এটা কি কোনো বন্ধুর পরিচয় হতে পারে? কোনোভবেই না। তাই ভারত আমাদের বন্ধু না।

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এখন সময় এসেছে ভারতের চোখে চোখ রেখে কথা বলার। তিস্তার পানির ন্যায্য হিস্যা পেতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশের সরকারকে যেতে হবে। মাওলানা ভাষানীর মত প্রয়োজন হলে আবারো আমরা লং মার্চের আয়োজন করব। এবার তিস্তার লড়াইয়ে আমাদের জিততেই হবে, যদি এই জনপদের লোকদের বাঁচাতে চাই।

জাতীয় পার্টির (জাফর অংশ) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেন, বাংলায় কথা আছে ঠেলার নাম বাবাজি। আজকের এই কর্মসূচি যখন ৬০ দিন আগে ঘোষণা করা হয়েছিল, এরপর গত কয়েক দিন আগে ভারত পানি ছাড়া শুরু করেছে। আমরা বাংলাদেশের মানুষের পক্ষ থেকে ঘোষণা করতে চাই, যদি তিস্তার ন্যায্য হিস্যা না দাও তাহলে আমরা এককভাবে ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন করব। স্বাধীন জাতি হিসেবে আমাদের অধিকার আছে যে কোন সিদ্ধান্ত নেবার। আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে তিস্তার এই মহাপরিকল্পনা বাস্তবায়ন করব।

সভাপতির বক্তব্য ‘তিস্তা নদী রক্ষা কমিটি’র প্রধান সমন্বয়কারী ও বিএনপির রংপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু বলেন, বহু পথ বহু সময় আমরা অতিক্রম করেছি। দীর্ঘ সময় স্বৈরশাসকের যাতাকলে আমরা পরে ছিলাম। কথা বলতে পারি নাই, শুভাযাত্রা তো দূরের কথা, মিছিল তো দূরের কথা। এখন মুক্ত বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। জুলাই বিপ্লবের মধ্যদিয়ে আমাদের কথা বলার অধিকার সৃষ্টি হয়েছে। এই রংপুর ছিল রঙ্গে রসে ভরপুর। তাকে আজ বিরান ভূমিতে পরিণত করা হয়েছে। ছিন্নমূল মানুষ বাড়ি ঘর হারিয়ে দেশান্তরী হয়ে কোথায় চলে গেছে আমরা বলতে পারি না।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও সঙ্গীতশিল্পী বেবী নাজনীন, বিএনপির রংপুর বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল খালেক, লালমনিরহাটের জেলা শাখার ওলামা দলের সভাপতি মাওলানা কাজী গোলাম মোস্তফা। তিস্তা নিয়ে অন্যান্য জেলার সমাবেশের অন্য ১০টি স্থানে পৃথক পৃথকভাবে উপস্থিত ছিলেন, বিএনপি স্থায়ী কমিটি সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, আমির খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, গণসংহতি আন্দোলন প্রধান সমন্নয়ক জোনায়েদ সাকিসহ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

Check Also

উল্টোপথে হাঁটছে ছাত্রদল: শিবির সভাপতি

শেরপুর নিউজ ডেস্ক: ছাত্রদলকে উদ্দেশ করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ‘আমরা আপনাদের শত্রু নই। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen − 14 =

Contact Us