শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুর উপজেলায় নাশকতার মামলায় আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম বুলুকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম বুলু (৬৫) শেরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও আশগ্রমের মৃত আব্দুল করিমের ছেলে।
শেরপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মঙ্গলবার দুপুরে ভবানীপুর বাজার থেকে রফিকুল ইসলাম বুলুকে গ্রেপ্তার করা হয়। তাকে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থীর গাড়িবহরে হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।