সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর বসন্ত বরণ

বগুড়ায় আমরা ক’জন শিল্পীগোষ্ঠীর বসন্ত বরণ

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়ায় বসন্তকে বরণ করে নিয়েছে আমরা ক’জন শিল্পীগোষ্ঠী ও ঋদ্ধ সৃজন। এ উপলক্ষে মঙ্গলবার শহরের পুরাতন শিল্পকলা একাডেমীতে বসন্ত উৎসব “রং যেন মোর মর্মে লাগে ” অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি লায়ন আব্দুল মোবিন জিন্নাহ।

অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি আজিজুল হক কলেজের ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ শাজাহান আলী ,জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নাট্যকলা বিভাগের সহযোগী অধ্যাপক আল জাবির এবং জাতীয় সঞ্চয় অধিদপ্তর বগুড়ার পরিচালক কৃষ্ণ কুমার শীল।

আমন্ত্রিত অতিথিরা তাদের বক্তব্যে বলেন, বাঙ্গালীর জীবনে বসন্তের উপস্থিতি অনাদিকাল থেকেই, কবিতা, গান,নৃত্য ও চিত্রকলায় আছে বসন্তের বন্দনা,সাহিত্যের প্রাচীন নিদর্শনেও যেন বসন্ত ঠাঁই করে নিয়েছে,সবার মনকেও বারবার দুলিয়েছে, দোলাচ্ছে ঋতুরাজ বসন্ত। অনুষ্ঠানের শুরুতেই আমন্ত্রিত অতিথিবৃন্দ সংগঠনের নৃত্য শিল্পীদের আবির মাখিয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করেন। নৃত্যানুষ্ঠানের ফাঁকে ফাঁকে আমন্ত্রিত অতিথিবৃন্দ বসন্ত কথন পর্বে আলোচনা করেন ও শুভেচ্ছা জানান।

মাহাবুব হাসান সোহাগ এর নৃত্য পরিকল্পনা ও পরিচালনায় সংগঠন এর শিল্পীরা বসন্তের গানের সাথে দলীয় নৃত্য পরিবেশন করেন।সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন তাসনিম ত্রয়ী।

Check Also

সোনাতলায় যুবদল নেতা হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় যুবদল নেতা রাশেদ মিঞা হত্যা মামলায় বিএনপি নেতা সেলিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twelve − 4 =

Contact Us