শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও এআর গ্রুপের এমডি আসিফসিরাজ রব্বানী বলেন, একটি সুন্দর জাতি গঠন, সমাজকে কুসংস্কার,অন্যায়, অত্যাচার দূরীকরনে যেমন শিক্ষার বিকল্প নেই, ঠিক তেমনি মাদকমুক্ত সমাজ গঠনেও খেলাধুলার কোনো বিকল্প নেই।
তাই সর্বস্থরের মানুষকে সম্পৃক্ত করে গণসচেতনতা ও খেলাধুরার মাধ্যমে মাদকাসক্ত নিরাময় করতে হবে।এতে একযোগে সবাই কাজ করতে হবে। রাজনীতিকে খেলাধুলা থেকে আলাদা রাখতে হবে। খেলোয়াররা দেশের সম্পদ, দেশের সম্মান বয়ে নিয়েআসে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ধনকুন্ডি শাহনাজ সিরাজউচ্চ বিদ্যালয় মাঠে শহীদ গোলাম রব্বানী ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খোলায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।আসিফ সিরাজ রব্বানী আরোও বলেন, আগামী প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলুন।
আগামী দিনে আধুনিক ও উন্নত বাংলাদেশ গঠনে যেন তারা ভূমিকা রাখতে পারে। তোমরা জেনজি তোমরা পার, পারবে,গত ৫ আগষ্ট ফ্যাসিষ্ট আ.লীগ সরকার এই জেনজির কারণে পালিয়েছে। তোমরা আগামীদের ভবিষৎ, তোমাদের পাশে আছি। তোমরা নিজেকেলেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় পারদর্শী করে তুলতে হবে। যারা খেলাধুলা করে তারা মাদক থেকে দুরে থাকে।শেরপুর উপজেলা বিএনপির সহ সভাপতি হামিদুল হক সরকার বেলালের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন, শেরপুর উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু।
ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আব্দুস সালাম সরকারের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন, ফুড ভিলেজ লিমিটেড এর সিই ও শাহ মোহাম্মদ জনি, শেরপুর উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি পিয়ার হোসেন, সহ-সভাপতি মাহবুবুর রহমান, সিনিয়র যুগ্ম সম্পাদক মাহবুবুল আলম হিরু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ আপেল, শেরপুর উপজেলা যুবদলের আহবায়ক আশরাফুদ্দৌলা মামুন,স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শাহ কাওসার আহমেদ কলিন্স, ধনকুন্ডি শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আইনুল ইসলাম মন্ডলসহ যুবনেতা,ছাত্র নেতাকর্মীরা।
প্রথমে ধনকুন্ডি প্রজন্ম ক্লাব ১৬ ওভারে ১৯৭ রান সংগ্রহ করে জবাবেবৈটখৈর ফ্রেন্স ক্রিকেট ক্লাব ১৯৮ রান সংগ্রহে মাঠে নেমে ১০ ইউকেটহারিয়ে ১৫৬ রান সগ্রহ করে। এতে ৪১ রানে ধনকুন্ডি প্রজন্ম ক্লাব বিজয়লাভ করে।