সর্বশেষ সংবাদ
Home / বিনোদন / আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী জেনিফার লরেন্স

আবারও বড় পর্দায় ফিরছেন অভিনেত্রী জেনিফার লরেন্স

শেরপুর নিউজ ডেস্ক:
অস্কারজয়ী মার্কিন অভিনেত্রী জেনিফার লরেন্স। বছর খানেক বিরতির পর ফিরছেন আবারও বড় পর্দায়। সিনেমার নাম ‘ডাই, মাই লাভ’।

এটি পরিচালনা করেছেন স্কটিশ নির্মাতা লেন রামসি। রূপের জাদু ও অভিনয়ের মুনশিয়ানা দিয়ে হলিউডপ্রেমীদের হৃদয় জয় করা এই অভিনেত্রী এবারও দর্শকদের মুগ্ধ করতে প্রস্তুত। বহু হিট সিনেমা উপহার দিয়ে শীর্ষ স্থানে জায়গা করে নেওয়া জেনিফার লরেন্স নতুন এই ছবিটি নিয়ে এরই মধ্যে ভক্তদের মাঝে কৌতূহলের পারদ চড়তে শুরু করেছে।

‘ডাই, মাই লাভ’ ছবির কাহিনি গ্রামীণ আমেরিকায় সেট করা হয়েছে, যেখানে এক নারীর (লরেন্স) প্রেম ও পাগলামিতে নিমজ্জিত জীবনের প্রতিচ্ছবি তুলে ধরা হয়েছে। রবার্ট প্যাটিনসন অভিনয় করেছেন তার স্বামীর চরিত্রে, আর স্ট্যানফিল্ড তার প্রেমিকের ভূমিকায়।

এ ছাড়া এই ছবিতে অভিনয় করেছেন সিসি স্পেসেক এবং নিক নল্টেসহ আরও অনেকে। এখনো সিনেমা মুক্তির তারিখ নিশ্চিত করেননি নির্মাতা। তবে সবকিছু ঠিকঠাক থাকলে ২০২৫ সালের মাঝামাঝি সময়ে মুক্তি পাবে বলে ধারণা করা হচ্ছে। এদিকে জেনিফার লরেন্সকে সবশেষ দেখা যায় ২০২৩ সালে মুক্তি প্রাপ্ত ‘নো হার্ড ফিলিংস’ সিনেমায়।

ছবিটি পরিচালনা করেছেন জিন স্টুপনিটস্কি এবং জেনিফারের পাশাপাশি অভিনয় করেছেন অ্যান্ড্রু বার্থ ফেল্ডম্যান, লরা বেনান্টি, ম্যাথিউ ব্রডরিকসহ আরও অনেকে। রোমান্টিক কমেডি ঘরানার এ সিনেমায় দেখা যাবে, নিজের বাড়ি হারানোর ঝুঁকিতে থাকা ম্যাডি একটি আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন দেখতে পায়, যেখানে এক বাবা-মা এমন একজনকে খুঁজছেন, যে তাদের ১৯ বছর বয়সী ছেলেকে কলেজে যাওয়ার আগে হতাশার জীবন থেকে বের করে আত্মবিশ্বাসী করে তুলতে পারবে।

এদিকে ম্যাডির হাতে শুধু এক গ্রীষ্মকাল সময় রয়েছে ছেলেটিকে আত্মবিশ্বাসী পুরুষ বানানোর, না হলে তার সব প্রচেষ্টা বিফলে যাবে। আর এভাবেই এগিয়ে যায় ছবিটির কাহিনি।

Check Also

ফের সংসার ভেঙেছে জনপ্রিয় গায়ক হৃদয় খানের

  শেরপুর নিউজ ডেস্ক: জনপ্রিয় সংগীত তারকা হৃদয় খানের ফের সংসার ভেঙেছে । তৃতীয় স্ত্রী …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + nine =

Contact Us