সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-ভারত ম্যাচ হবে নতুন পিচে

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-ভারত ম্যাচ হবে নতুন পিচে

শেরপুর নিউজ ডেস্ক:

বাজছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির দামামা। আজ মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম আসর। করাচিতে উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান ও নিউজিল্যান্ড। আর পর দিন অর্থাৎ বৃহস্পতিবার আসরের দ্বিতীয় ম্যাচে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।

আর এই ম্যাচটির জন্য নতুন পিচ প্রস্তুত রেখেছে স্টেডিয়াম কর্তৃপক্ষ। অবশ্য শুধু এই ম্যাচ নয় দুবাইয়ে অনুষ্ঠিত হওয়া ভারতের বাকি সব ম্যাচের কথা বিবেচনা করেই আলাদা করে দুইটি উইকেট প্রস্তুত করে রেখেছেন তারা।

বছর জুড়েই ব্যস্ত থাকে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়াম। কোনো কোনো টুর্নামেন্ট কিংবা দ্বিপক্ষীয় সিরিজ হতেই থাকে এই মাঠে। সেই ধারাবাহিকতায় গেল কয়েক মাসে দুবাইয়ে অনেক ম্যাচ হয়েছে।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, পুরুষদের অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপসহ অনুষ্ঠিত হয়েছে এমিরেটস ক্রিকেট বোর্ডের উদ্যোগে পরিচালিত আইএল টি-২০ লিগের ১৫টি ম্যাচ। সব মিলিয়ে বেশ ধকল গিয়েছে উইকেটের ওপর। তাই চ্যাম্পিয়নস ট্রফির আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে উইকেটের বর্তমান পরিস্থিতি নিয়ে।

Check Also

ব্যাটিং ব্যর্থতায় ৭০ বল বাকী থাকতেই অলআউট বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সৌম্য সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

16 + 12 =

Contact Us