সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

কাহালুতে দেবরের ছুরিকাঘাতে ভাবি নিহত

কাহালু (বগুড়া )সংবাদদাতা:

বগুড়ার কাহালুতে উপজেলায় পৌর এলাকার পাল্লাপাড়ায় বাড়ির বিদ্যুতের বিল না দেয়াকে কেন্দ্র করে দেবরের ছুরিকাঘাতে ভাবি রুপালী (৩৮) নিহত হয়েছেন। মঙ্গলবার(১৮ ফ্রেরুয়ারি) রাত আনুমানিক ৯ টার দিকে কাহালু পৌর এলাকার পাল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রামবাসী ও থানা সূত্রে জানা গেছে, পাল্লাপাড়া গ্রামের রাশেদ আলীর ছেলে মোজাম্মেল হক (৩৩) বাড়ির বিদ্যুৎ বিল পরিশোধ নিয়ে তার বৈমাত্রীয় ভাই পলাশের সাথে কথা কাটাকাটি ও হাতাহাতির এক পর্যায়ে মারপিটে লিপ্ত হলে তার ভাবি রুপালী বেগম এগিয়ে এলে দেবর মোজাম্মেল হক ধারালো ছুরি দিয়ে ভাবি রুপালী বেগমকে আঘাত করে। মুমূর্ষু অবস্থায় তাকে বগুড়া শহীদ জিয়া মেডিকেলে কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১ টায় রুপালী বেগম মারা যান।

এঘটনায় ঘটনায় তার স্বামী পলাশ(৪২) আহত হলে তাকে কাহালু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করা হয়। তার অবস্থার অবনতি ঘটলে রাতেই তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে সে শজিমেক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।থানা পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক মোজাম্মেল হক কে গ্রেফতার করেছে।কাহালু থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হান্নান বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে এখনো মামলা হয়নি। মামলা দায়ের হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Check Also

মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই-আসিফ সিরাজ রব্বানী

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়া জেলা বিএনপির নির্বাহী সদস্য ও এআর গ্রুপের এমডি আসিফসিরাজ রব্বানী বলেন, …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 + eighteen =

Contact Us