শেরপুর নিউজ ডেস্ক:
ত্রিদেশীয় সিরিজে দুইবার খেলে নিউজিল্যান্ডের কাছে প্রত্যেকবার হেরেছিল পাকিস্তান। প্রতিযোগিতা পাল্টালেও সেই করাচির মাঠে একই দুর্ভাগ্য বরণ করে নিতে হলো মোহাম্মদ রিজওয়ানদের। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের হারিয়েছে নিউজিল্যান্ড। ৬০ রানে জিতে আইসিসির এই প্রতিযোগিতায় শুভ সূচনা হলো তাদের।
এনিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিউজিল্যান্ডের সঙ্গে চার ম্যাচ খেলে সবগুলোতেই হার দেখলো পাকিস্তান।
ওয়ানডেতে ডেথ ওভারে খরুচে বোলিংয়ের দুর্দশা কাটাতে পারছে না পাকিস্তান। তিন জাতির সিরিজেও যেমন, তেমনই চ্যাম্পিয়ন্স ট্রফিতেও শেষ ১০ ওভারে একশর বেশি (১১৩) রান দিয়েছে তারা। টস হেরে ব্যাটিংয়ে নেমে নিউজিল্যান্ড উইল ইয়াং ও টম ল্যাথামের জোড়া সেঞ্চুরিতে ৫ উইকেটে ৩২০ রান করে। গ্লেন ফিলিপসও ঝড় তুললে ডেথ ওভারে ১১৩ রান হজম করে পাকিস্তান। জবাবে যতটা আক্রমণাত্মক শুরুর দরকার ছিল, তার ছিটেফোঁটাও দেখা যায়নি পাকিস্তানের ব্যাটিংয়ে। তাতে ১১ দিনের মধ্যে তারা নিউজিল্যান্ডের কাছে ঘরের মাঠে হারলো তৃতীয়বার।
৩২১ রানের লক্ষ্যে নেমে ব্যাটিং শুরু করেন বাবর আজম ও সৌদ শাকিল। স্বীকৃত ওপেনার ফখর জামান ইনজুরির কারণে চারে নামেন। কিন্তু সুবিধা করতে পারেননি, ২৪ রানে থামেন তিনি।
দুই ওপেনারের ব্যাটে ধীরে শুরু করে পাকিস্তান। শাকিল ৬ রানে ফিরে যান। রিজওয়ান তার পরে নেমে ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিলিপসের এক হাতে নেওয়া অসাধারণ ক্যাচে ৩ রানে থামেন।
ইনিংসের প্রথম ভাগে পাকিস্তানের মধ্যে রানের জন্য ক্ষুধা দেখা যায়নি। বাবর ৮১ বলে ফিফটি করে আউট হন ৬৪ রান করে। শেষ দিকে খুশদিল শাহের ক্যামিও গ্যালারি মাতালেও তা জেতানোর জন্য যথেষ্ট ছিল না। এছাড়া হারিস রউফ ও নাসিম শাহও ক্রিজে নেমে কয়েকটি ছক্কা মেরে দর্শকদের আনন্দে ভাসান। সেটা কেবল হারের ব্যবধান কমিয়েছে।
৪৯ বলে ১০ চার ও ১ ছয়ে ৬৯ রান করেন খুশদিল। সালমান আগা ২৮ বলে ৪২ রান করেন। নিউজিল্যান্ডের পক্ষে উইল ও’রোর্কে ও মিচেল স্যান্টনার তিনটি করে উইকেট নেন। ৪৭.২ ওভারে পাকিস্তান অলআউট হয় ২৬০ রানে।
তার আগে ইয়াং ১০৭ রানের ঝলমলে ইনিংস খেলেন। ফিলিপসের ব্যাটে আসে ৬১ রান। ১০৪ বলে ১১৮ রানে অপরাজিত থেকে নিউজিল্যান্ডের জয়ের অন্যতম নায়ক ল্যাথাম। প্রত্যাশিতভাবে ম্যাচসেরার পুরস্কারও উঠেছে তার হাতে।