সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / বিশাল আকৃতির এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে!

বিশাল আকৃতির এক গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে!

শেরপুর নিউজ ডেস্ক:

ওয়াইআর৪ নামের এক বিশাল আকৃতির গ্রহাণু পৃথিবীর দিকে ধেয়ে আসছে, যা আঘাত হানলে বড় ধরনের বিপর্যয় ঘটতে পারে বলে জানিয়েছেন জ্যোতির্বিজ্ঞানীরা। এদিকে নাসা, রসকসমস, সিএনএসএ ও ইসরোসহ বিভিন্ন মহাকাশ গবেষণা সংস্থা গ্রহাণুটির গতিপথ পর্যবেক্ষণ করছে।

বিজ্ঞানীরা জানায়, গ্রহাণুটির আকার ৪০ থেকে ১০০ মিটার এবং বিজ্ঞানীরা একে ‘সিটি কিলার’ বা ‘শহরের খুনি’ নামে অভিহিত করছেন। ২০২৪ ওয়াইআর৪ নামের এই গ্রহাণুটি ২০৩২ সালে পৃথিবীতে আছড়ে পড়তে পারে।

র‌্যাঙ্কিনের রিপোর্ট অনুযায়ী, গ্রহাণুটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনও জায়গায় আছড়ে পড়তে পারে। এতে ভারত, পাকিস্তান, বাংলাদেশ, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া ও ইকুয়েডরের মতো দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে।

তবে এই তালিকা পরিবর্তন হতে পারে বলে সতর্ক করেছে নাসা।

মার্চ মাসে টেলিস্কোপের মাধ্যমে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। এরপর এটি মহাকাশের আরও গভীরে সরে যাবে। তাই এর ওপর নজরদারিতে ইউরোপীয় মহাকাশ সংস্থার ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা।

জ্যোতির্বিজ্ঞানীরা জানায়, যদি গ্রহাণুটি পৃথিবীতে আঘাত হানে, তবে বিশাল বিস্ফোরণ ঘটবে, যা ৮০ লাখ টন টিএনটি বিস্ফোরণের সমান হতে পারে। এটি হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে ৫০০ গুণ বেশি শক্তিশালী হবে।

তবে অনেক বিজ্ঞানীরা মনে করছেন, এটি বায়ুমণ্ডলে প্রবেশ করে বিস্ফোরিত হবে, যা প্রায় ৫০ কিলোমিটার ব্যাসার্ধের একটি অঞ্চলকে ধ্বংস করতে পারে।

এ বিষয়ে নাসা জানিয়েছে, ১০০ বছরে একবার মাঝারি আকারের গ্রহাণুর সঙ্গে পৃথিবীর সংঘর্ষ হয়, তবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি বায়ুমণ্ডলে পুড়ে যায়।

বর্তমানে ২০২৪ ওয়াইআর৪-এর পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা দুই শতাংশ।
বিজ্ঞানীরা আশা করছেন, ভবিষ্যতে এর গতিপথ পরিবর্তন হয়ে গেলে এই ঝুঁকি কমে আসবে।

বর্তমানে বিজ্ঞানীরা ২০২৪ ওয়াইআর৪-এর গতিপথ পর্যবেক্ষণ করছেন এবং ভবিষ্যতে এটি পৃথিবীর জন্য কতটা বিপজ্জনক হবে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন বলে জানান বিজ্ঞানীরা।

Check Also

সুইডেনে তুষার ঝড়ে সড়ক দুর্ঘটনায় শতাধিক আহত

শেরপুর নিউজ ডেস্ক: সুইডেনের পূর্বাঞ্চলে তীব্র তুষারঝড়ের ফলে বেশ কয়েকটি যানবাহন সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে। …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − 8 =

Contact Us