শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহারনামীয় আসামী শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি মো. সাহিদুর রহমান সাইদুর (৫৫) কে গ্রেফতার করেছে।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে তাকে শেরপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত সাইদুর রহমান শাহবন্দেগী ইউনিয়ন আওয়ামী লীগের সহ সভাপতি ও শাহবন্দেগী ইউনিয়নের শেরুয়া গ্রামের মৃত আকবর হোসেনের ছেলে বলে জানা গেছে।
শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, তিনি গত ২ নভেম্বর শেরপুর থানায় দায়ের করা নাশকতা ও বিস্ফোরক মামলার এজাহার নামীয় আসামী। তাকে বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।