শেরপুর নিউজ ডেস্ক:
বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়ায় তিন দিনব্যাপী ৫ম বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হয়েছে। পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদ বগুড়ার আয়োজনে বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি চত্বরে উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সরকার বিভাগ বগুড়ার উপ-পরিচালক ও পৌর প্রশাসক মাসুম আলী বেগ। সন্ধ্যায় শিল্পকলা একাডেমি মিলনায়তনে উদ্বোধনী আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বগুড়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উপদেষ্টা এড. পলাশ খন্দকারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন লেখক বীর মুক্তিযোদ্ধা নজমল হক, বীট মডেল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ প্রকৌশলী সাহাবুদ্দিন সৈকত, বগুড়া সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মীর তাইফ মামুন, বগুড়া ইয়্যুথ কয়্যারের সভাপতি আতিকুর রহমান মিঠু, লেখক ও সাংবাদিক অপূর্ণ রুবেল, অনিন্দ মামুন। স্বাগত বক্তব্য রাখেন পুন্ড্রনগর চলচ্চিত্র সংসদের বিধান কৃষ্ণ রায়। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জেলা কালচারাল অফিসার মাহমুদুল হাসান। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক কর্মী অলক পাল। আলোচনা পরে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও চলচ্চিত্র প্রদর্শন করা হয়।
উৎসব পরিচালক সুপিন বর্মন জানান, সাতটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচনের জন্য জুরি হিসেবে থাকছেন দেশ-বিদেশের স্বনামধন্য ১০জন চলচ্চিত্র নির্মাতা, অভিনয়শিল্পী, লেখক, সাংবাদিক ও চলচ্চিত্র প্রকৌশলী। বিশ্বের ৩৩ দেশের মোট ৯৭টি চলচ্চিত্র প্রদর্শনের জন্য নির্বাচন করা হয়েছে যা গতবারের আয়োজনের দ্বিগুণ। প্রতিযোগিতামূলক এই উৎসবে পাঁচ দেশের মোট ৪৫ জন চলচ্চিত্র নির্মাতা, কলাকুশলী ও কর্মী উৎসবে উপস্থিত ছিলেন। উৎসবের জন্য নির্বাচিত চলচ্চিত্রগুলো জেলা শিল্পকলা একাডেমিতে এবং মধুবন সিনেপ্লেক্সে একযোগে সকাল ১০ থেকে রাত ৯টা প্রদর্শন করা হবে।