সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / বাংলাদেশের হারের কারণ জানালেন শান্ত

বাংলাদেশের হারের কারণ জানালেন শান্ত

শেরপুর নিউজ ডেস্ক:

মাত্র ২২৮ রানের পুঁজি নিয়ে লড়াই করা যায় না, ভারতের বিপক্ষে বাংলাদেশের যা হওয়ার তাই হলো। ৩৫ রানে ৫ উইকেট হারানোর পর তাওহীদ হৃদয়ের বীরোচিত সেঞ্চুরিতে বাংলাদেশ এই রান করে। সেই লক্ষ্যটা শুবমান গিলের অসাধারণ ইনিংসে ৪৭ ওভারেই ছুঁয়ে ফেলে ভারত। ৬ উইকেটে ম্যাচ হারের পর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত হারার কারণ জানান।

টপ অর্ডার ৫ ব্যাটারের মধ্যে তিনজন রানের খাতা খুলতে পারেননি। তানজিদ হাসান তামিম খেলেছেন ২৫ এবং মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৫ রানের ইনিংস। প্রথম ৫ ব্যাটারের কাছ থেকে প্রত্যাশিত পারফরম্যান্স না আসাতেই মূলত স্কোরবোর্ডে যথেষ্ট রান হয়নি। ম্যাচ হারের কারণ হিসেবে শান্ত বলেছেন, ‘আমি মনে করি প্রথম পাওয়ার প্লেতে আমরা যেভাবে ব্যাটিং করেছি সেখানেই আমাদের ম্যাচটা শেষ হয়ে গেছে। ওই অবস্থা থেকে লোয়ার অর্ডারের ব্যাটারদের পক্ষে সেরে ওঠা কঠিন। মাঠে অবশ্য আমরা বেশ কিছু ভুল করেছি। বেশ কিছু ক্যাচ ছেড়েছি। রান আউট মিস করেছি। ওই সুযোগগুলো যদি কাজে লাগানো যেত, তাহলে ম্যাচের ফল ভিন্ন হলেও হতে পারত।’

৩৫ রানে ৫ উইকেট পতনের পর জাকের ও হৃদয় মিলে দলের হাল ধরেন। রেকর্ড ১৫৪ রানের জুটিতে ২২৮ রানের সংগ্রহ দাঁড় করাতে পারে শান্তরা। দুজনের ব্যাটিংয়ের প্রশংসা করে অধিনায়ক বলেছেন, ‘হৃদয় ও জাকের যেভাবে ব্যাটিং করেছে সেটা ছিল অসাধারণ। এই ধরনের উইকেটে স্পিনাররা সুবিধা পায়। বল ঘোরে। সেখানে হৃদয় ও জাকের খুব ভালো ব্যাটিং করেছে। আমি মনে করি না আমাদের স্পিন বোলারের ঘাটতি ছিল। মাহমুদউল্লাহ ইনজুরিতে আক্রান্ত। তবে আমাদের পেসাররা কিন্তু খারাপ বোলিং করেনি। যদি আমরা শুরুতে উইকেট তুলে নিতে পারতাম তাহলে ম্যাচের ফল ভিন্ন হতেও পারত।’

Check Also

ব্যাটিং ব্যর্থতায় ৭০ বল বাকী থাকতেই অলআউট বাংলাদেশ

শেরপুর নিউজ ডেস্ক: চ্যাম্পিয়নস ট্রফির আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচে শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। তবে সৌম্য সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 − two =

Contact Us