সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন: মির্জা ফখরুল

কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন: মির্জা ফখরুল

শেরপুর নিউজ ডেস্ক:

অন্তর্বর্তী সরকারের প্রতি দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ‘তাড়াতাড়ি নির্বাচনটা দিন। ভোট তাড়াতাড়ি দিলে এমন একটা সরকার আসবে, যার পেছনে জনগণ থাকবে। যত বড় বড় লোক দিয়েই সরকার চলুক, পেছনে জনগণ থাকতে হবে। তাই আমরা বলছি, কালবিলম্ব না করে যত দ্রুত সম্ভব নির্বাচন দিন। সে জন্য যতটুকু পরিবর্তন ও সংস্কার করা দরকার তা করে ভোট দিন। ঠিক করতে হবে পুলিশ বাহিনী ও প্রশাসন, এ দুটি ব্যবস্থাকে। কবে ভোট হবে, কীভাবে ভোট হবে, একটু জানিয়ে দিন। এরপর দেশ কিছুটা শান্ত হবে, স্থিতিশীল হবে। বর্তমানে আমরা বুঝতে পারছি না, কী হচ্ছে।’

বৃহস্প‌তিবার (২০ ফেব্রুয়ারি) বিকালে কুমিল্লার লাকসাম ও ম‌নোহরগঞ্জ উপ‌জেলা বিএন‌পির আয়োজনে রাষ্ট্র সংস্কা‌রে বিএন‌পির ৩১ দফা বাস্তবায়‌নের ল‌ক্ষ্যে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। লাকসাম স্টে‌ডিয়াম মা‌ঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।

জনসভায় দ্রুত নির্বাচন আয়োজনের বিষয়ে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘সরকারকে অনুরোধ করছি, জাতিকে অনিশ্চয়তার মধ্যে না রেখে দ্রুত ভোট দিন। অন্যান্য রাজনৈতিক দলের কাছে অনুরোধ, এমন কোনও কথা বলবেন না যাতে রাজনৈতিক ঐক্য বিনষ্ট হয়। রাজনৈতিক দল হিসেবে দায়িত্বশীলদের মতো কাজ করতে চাই। অতীতে সরকারে ছিলাম, ইনশাআল্লাহ আবার জনগণের ভোটের মাধ্যমে সরকারে যাবো।’

বক্তব্যে গুম হওয়া বিএনপি নেতাদের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘লাকসাম সেই এলাকা যেখানে মানুষ সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে আওয়ামী লীগের হাতে। আপনাদের একজন মন্ত্রী ছিল তাজুল ইসলাম তাই না! তার অত্যাচারে-নির্যাতনে এলাকার মানুষ এখানে আসতে পারতো না।

‘লাকসাম থেকে দুজন গুম হন। একজন সাইফুল ইসলাম হিরু, আরেকজন হুমায়ুন পারভেজ। তাদের সন্তানরা এখানে আছে। তাদের বাবা গুম হওয়ার পর যখন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে গিয়েছিল, তাদের চেহারা এখনও মনে পড়লে বুক ফেটে যায়। তারা মনে করে, তাদের বাবা এখনও ফিরবে মাথায় হাত রাখবে। ওরা আমাদের বিশ হাজার নেতাকর্মীকে হত্যা করেছে গুম করেছে। এখানে এমন কোনও লোক নেই যার বিরুদ্ধে মামলা নেই। সবার বিরুদ্ধে মামলা আছে।’

বিগত সরকারের ব্যাংক লুটপাটের উল্লেখ করে তিনি বলেন, ‘আওয়ামী লীগ আমাদের শেষ করে দিয়ে গেছে। ব্যাংক ধ্বংস করে দিয়ে গেছে। ১৮০ লাখ কোটি টাকা লুটপাট করে নিয়ে গেছে। সে কারণে আওয়ামী লীগকে এ দেশের মানুষ তাড়া করে বের করে দিয়েছে। আমরা বলছি, এমন একটা পার্লামেন্ট করবো, যার মাধ্যমে দেশটাকে সুন্দর করে গড়ে তুলবো।’

ভারতকে অস্বীকার করার কোনও সুযোগ নেই

দেশকে নিয়ে অনেক ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, ‘পালিয়ে গেছেন হাসিনা বেগম। হাসিনা বেগম গিয়ে আবার দিল্লিতে বসেছেন। সেখানে গিয়ে আবার দিল্লিতে বসে নানান রকম ষড়যন্ত্র করছেন। আমরা বলতে চাই ভারত আমাদের প্রতিবেশী। তাদের অস্বীকার করার কোনও সুযোগ নেই। তারা যদি মনে করে থাকে, আওয়ামী লীগই তাদের বন্ধু, তাহলে ভুল হবে। বাংলাদেশের মানুষকে তারা পাশে পাবে না। বাংলাদেশে আওয়ামী লীগ একটি ঘৃণিত রাজনৈতিক দল।’

৭১-কে কটাক্ষ করবেন না

‘আসুন সব রাজনৈতিক দল, সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করি’ উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, ‘শেষ মুহূর্তে একটা কথা বলতে চাই, কেউ ৭১-কে নিয়ে কটাক্ষ করে কথা বলবেন না। ২৪-কে কটাক্ষ করলে যেমন মানুষ মেনে নেবে না, ৭১-কে কটাক্ষ করলেও মানুষ মেনে নেবে না।’

এ সময় তিনি অন্তর্বর্তী সরকারকে ইঙ্গিত করে বলেন, ‘একটা কথা বলতে চাই, দেশের মানুষের দিকে তাকান, দেশকে আর অস্থিতিশীল আর নৈরাজ্যের দিকে নেবেন না। আমি ধন্যবাদ জানাতে চাই সেনাবাহিনীকে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর দেশের জনগণের পাশে এসে দাঁড়িয়েছেন তারা। এ ছাড়াও দেশের জনগণকে ও সব রাজনৈতিক দলগুলোকে ধন্যবাদ জানাতে চাই।’

বিএনপির কেন্দ্রীয় শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম সভাপতিত্বে জনসভায় বক্তব্য দেন– বিএন‌পির ভাইস চেয়ারম‌্যান বরকত উল্লাহ বুলু,‌ চেয়ারপারসনের উপ‌দেষ্টা ম‌নিরুল হক চৌধুরী, সা‌বেক সাংগঠ‌নিক সম্পাদক সা‌বেক এম‌পি ক‌র্নেল (অব.) এম আনোরুল আজিম, বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মো. সেলিম ভূইঁয়া, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক হাজী আমিনুর রশিদ ইয়াছিন, কেন্দ্রীয় বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও‌ দক্ষিণ জেলা বিএন‌পির আহ্বায়ক সাবেক এমপি জাকারিয়া তাহের সুমন, কেন্দ্রীয় সমাজ কল‌্যাণ বিষয় সম্পাদক কামরুজ্জামান রতন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, অর্থ‌নৈ‌তিক বিষয়ক সম্পাদক ইঞ্জিয়ার খা‌লেদ হোসেন মাহবুব শ‌্যামল, প্রবাসী কল‌্যাণ বিষয়ক সম্পাদক শেখ ফ‌রিদ আহ‌মেদ মা‌নিক, জেলা বিএন‌পির সদস‌্যস‌চিব ভি‌পি আশিকুর রহমান মাহমুদ ওয়া‌সিম, জেলা‌ বিএন‌পির যুগ্ম আহ্বায়ক সৈয়দ জাহাঙ্গীর আলম, মহানগর বিএনপির আহ্বায়ক উৎবাদুল বারী আবু প্রমুখ।

Check Also

তিস্তার জলে ভোট আনতে চায় বিএনপি?

শেরপুর নিউজ ডেস্ক: উত্তরাঞ্চলের তিস্তা নদীর পাড়ের পাঁচটি জেলার ১১টি পয়েন্টে পানির ন্যায্য হিস্যা ও …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + eleven =

Contact Us