Home / বগুড়ার খবর / বগুড়ার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

বগুড়ার বিভিন্ন উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

শেরপুর নিউজ ডেস্ক: যথাযথ মর্যাদায় নানা কর্মসূচির মধ্য দিয়ে শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
শেরপুর (বগুড়া) : একুশের প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, শেরপুর থানা, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আশিক খান, অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজিব শাহরিন, সহকারী কমিশনার (ভূমি) এসএম রেজাউল করিম, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিক হাসান লিংকন, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য কেএম মাহবুবার রহমান হারেজ, উপজেলা বিএনপি’র সভাপতি শহিদুল ইসলাম বাবলু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু, পৌর বিএনপি’র সভাপতি স্বাধীন কুমার কুন্ডু, সাধারণ সম্পাদক ফিরোজ আহম্মেদ জুয়েল প্রমুখ।

ধুনট (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে ধুনট কেন্দ্রেীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ, ভাষা শহিদদের রুহের মাগফেরাত কামনা করে মসজিদ, মন্দিরে বিশেষ প্রার্থনা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, ছড়া ও কবিতা পাঠ প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা পরিষদের ইছামতি হলরুমে উপজেলা নির্বাহী অফিসার খৃষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা ছামিদুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেহানা খাতুন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল-কাফী, এসআই মোস্তাফিজ আলম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, বীর মুক্তিযোদ্ধা এসএম ফেরদৌস আলম, ধুনট ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল মান্নান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল কালম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আবুল মুনছুর আহম্মেদ পাশা, উপজেলা জামায়াতের আমির আমিুনল ইসলাম, মাহবুবুল আলম মামুন প্রমুখ।

গাবতলী (বগুড়া) : দিবসটি উপলক্ষ্যে উপজেলার কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করেন ইউএনও মোহাম্মদ হাফিজুর রহমান ও এসিল্যান্ড এম আব্দুল্লাহ ইবনে মাসুদ আহমেদ। পরে বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও ব্যক্তি পুস্পমাল্য অর্পণ করে। উপজেলা প্রশাসনের উদ্যোগে শহিদ মিনার চত্বরে উপজেলা নির্বাহী অফিসারের সভাপতিত্বে আলোচনা সভায় উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, বিএনপি নেতা তাজুল ইসলাম লিটন, বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ খাজা, আনিছার রহমান তারা, আলী আকতার খান, বৈষম্যবিরোধী ছাত্র নেতা ইসফাকুর ইউনুছ পাপ্পু, প্যালেন ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, বাদল প্রমুখ।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলাম এবং এটিও বুলবুল আহম্মেদ অনুষ্ঠানটি পরিচালনা করেন। শেষে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ এবং বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নন্দীগ্রাম (বগুড়া) : একুশের প্রথম প্রহরে শহিদ মিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়। দিনভর পৃথক কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লায়লা আঞ্জুমান বানু, সহকারী কমিশনার (ভূমি) রোহান সরকার, থানার ওসি তারিকুল ইসলাম, উপজেলা বিএনপি’র সভাপতি আলাউদ্দিন সরকার, সাধারণ সম্পাদক বেলায়েত হোসেন আদর, পৌর বিএনপির সভাপতি মো. আলেকজান্ডার, সাধারণ সম্পাদক শফিউল আলম সুমন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম দয়া, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুর রউফ রুবেল, উপজেলা ছাত্রদলের সভাপতি জুয়েল রানা প্রমুখ।

দুপচাঁচিয়া (বগুড়া) : দিবসটিতে প্রথম প্রহরে উপজেলা নির্বাহী অফিসার শাহ্রুখ খানের নেতৃত্বে স্থানীয় শহিদ মিনারে পুস্পমাল্য অর্পণ ও সকালে তার সভাপতিত্বে ও একাডেমিক সুপারভাইজার শাহ্ মাহমুদুন্নবীর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, থানা অফিসার ইনচার্জ ফরিদুল ইসলাম, প্রধান শিক্ষক নূরে আলম সিদ্দিকী, দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আনিছুল ইসলাম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ্, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কেএম বেলাল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আদিল প্রমুখ।

পরে সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন মসজিদ-মন্দিরে বিশেষ দোয়া ও প্রার্থনা করা হয়। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল ও সামাজিক সংগঠন এবং দুপচাঁচিয়া প্রেসক্লাব দিবসটির কর্মসূচি পালন করে।

সোনাতলা (বগুড়া) : উপজেলা প্রশাসনের আয়োজনে দিবসটিতে আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার স্বীকৃতি প্রামানিকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ওসি মিলাদুন নবী, উপজেলা কৃষি কর্মকর্তা সোহরাব হোসেন, মহিলাবিষয়ক কর্মকর্তা মাইনুল হক, উপজেলা প্রকৌশলী আতিকুর রহমান তালুকদার, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার এনায়েতুর রশিদ, মাধ্যমিক শিক্ষা অফিসার নাজমুল ইসলাম প্রমুখ। এর আগে একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহিদ মিনারে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। এরপর বিএনপি’র পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকালে প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়।

শাজাহানপুর (বগুড়া) : এ উপলক্ষ্যে দিবসের প্রথম প্রহরে শহিদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, থানা পুলিশ, উপজেলা বিএনপি, জামায়াতে ইসলামীসহ বিভিন্ন সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠন পৃৃথক পৃথক কর্মসূচি পালন করে। উপজেলা নির্বাহী অফিসার তাইফুর রহমানের সভাপতিত্বে উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাইম, পরিসংখ্যান কর্মকর্তা শফিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মনিরুজ্জামান মনির, মহিলাবিষয়ক কর্মকর্তা রেবেকা সুলতানা, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আনিছুর রহমান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি হুমায়ন প্রমুখ।

 

শিবগঞ্জ (বগুড়া) : দিবসটি উপলক্ষে প্রথম প্রহরে উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে উপজেলা প্রশাসন, পৌরসভা, পুলিশ প্রশাসন, উপজেলা বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে শহিদ হাফিজার মিলনায়তনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান উপজেলা নির্বাহী অফিসার জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

এসময় বক্তব্য রাখেন সাবেক এমপি মাওলানা শাহাদাতুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) তাসনিমুজ্জামান, শিক্ষা অফিসার মাহবুব মোর্শেদ, প্রকল্প কর্মকর্তা জহিরুল ইসলাম প্রমুখ। এছাড়াও উপজেলা বিএনপি দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভা পৌর বিএনপি’র সভাপতি বুলবুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সভাপতি মীর শাহে আলম, সাধারণ সম্পাদক এড. আব্দুল ওহাব প্রমুখ।
কাহালু (বগুড়া) : এ উপলক্ষ্যে কর্মসূচির মধ্যে ছিল উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাত ১২টা এক মিনিটে উপজেলা পরিষদ চত্বরে কেন্দ্রীয় শহিদ মিনারে পুস্পস্তবক অর্পণ, সকালে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তলোন, আলোচনা সভা, প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ছড়া ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা এবং বাদজুমআ ভাষা শহিদদের আত্মার মাগফেরাত কামনা করে উপজেলা মডেল মসজিদে দোয়া অনুষ্ঠান। পুস্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার মো. কাওছার হাবীব। এছাড়া উপজেলা পুলিশ প্রশাসন, কাহালু পৌরসভা, বীর মুক্তিযোদ্ধা, বিএনপিসহ বিভিন্ন সামাজিক সংগঠন এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহ দিবসটি পালন করে।

Check Also

সোনাতলায় যুবদল নেতা হত্যা মামলায় বিএনপি নেতা গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার সোনাতলা উপজেলায় যুবদল নেতা রাশেদ মিঞা হত্যা মামলায় বিএনপি নেতা সেলিম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − 4 =

Contact Us