শেরপুর নিউজ ডেস্ক:
এক যুবক ফিল্মি স্টাইলে নববধূকে তুলে নিয়ে যায় বউভাতের দিন! এই চাঞ্চল্যকর ঘটনায় তোলপাড় পড়ে যায় পুরো এলাকা। ঘটনাটি ঘটেছে ভারতের মধ্যপ্রদেশের ভোপালে।
আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে জানা যায়, বিদিশা জেলার রোশনি সোলাঙ্কির বিয়ে হয়েছিল ভোপালের আশিস রজকের সঙ্গে। বুধবার ছিল বউভাতের দিন। ওইদিন স্বামী আশিস ও তার বোনকে সঙ্গে নিয়ে বিউটি পার্লারে যান রোশনি। সেখান থেকে দুপুরে বাড়ি ফেরার পথে ঘটে চমকপ্রদ ঘটনা।
বাড়ির কাছাকাছি পৌঁছালে আশিসদের গাড়ি থামে। আশিস নেমে যান ডান পাশ দিয়ে, আর বাঁ দিক দিয়ে নামেন রোশনি ও আশিসের বোন। ঠিক তখনই হঠাৎ একটি গাড়ি দ্রুতগতিতে এসে ব্রেক কষে থামে। দরজা খুলেই এক যুবক বেরিয়ে আসে, আশিসের বোনকে ধাক্কা দিয়ে ফেলে দিয়ে টেনে-হিঁচড়ে রোশনিকে গাড়িতে তুলে নিয়ে উধাও হয়ে যায়।
নববধূকে প্রকাশ্যে তুলে নিয়ে যাওয়ার ঘটনায় হৈচৈ পড়ে যায় চারদিকে। ধারণা করা হয়, এটি অপহরণ। আতঙ্কিত আশিসের পরিবার দ্রুত পুলিশের কাছে অভিযোগ দায়ের করে।
তদন্ত শুরু হতেই পুরো ঘটনার মোড় ঘুরে যায়। পুলিশ জানতে পারে, এটি কোনো অপহরণ ছিল না; বরং সাজানো কাণ্ড।
পুলিশের তদন্তে উঠে আসে চমকপ্রদ তথ্য—রোশনি আসলে তার পুরনো প্রেমিক অঙ্কিতের সঙ্গে পালিয়েছেন। পাঁচ বছর ধরে তাদের সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হতেই রোশনি পরিবারের চাপে বিয়েতে রাজি হন। তবে বউভাতের দিনই প্রেমিকের সঙ্গে পালানোর পরিকল্পনা করেন তিনি।
বর্তমানে রোশনি ও অঙ্কিতের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।