শেরপুর নিউজ ডেস্ক:
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় দ্বিতীয় বিয়ে করতে না পেরে ছুরিকাঘাতে স্ত্রীকে খুনের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। গত বুধবার রাতে উপজেলার কায়েমপুর ইউনিয়নের মুরুটিয়া পুকুরচালা গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে গৃহবধূর স্বামীকে আটকের পাশাপাশি লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে পুলিশ।
পুলিশ ও গৃহবধূর স্বজন বায়েজিদ হোসেন জানান, উপজেলার মুরুটিয়া পুকুরচালা গ্রামের আশরাফুল ইসলাম সোহাগের (২৫) সঙ্গে কয়েক মাস আগে বিয়ে হয় উল্লাপাড়ার সোনাতলা গ্রামের মোতাহার প্রামাণিকের মেয়ে রুমা খাতুনের (২৩)। সোহাগের সঙ্গে আগে থেকে একটি মেয়ের প্রেমের সম্পর্ক থাকলেও পারিবারিক চাপে রুমাকে বিয়ে করেন তিনি।
বিয়ের দিন থেকেই রুমাকে অত্যাচার-নির্যাতন করার অভিযোগ রয়েছে সোহাগের বিরুদ্ধে। পারিবারিকভাবে বিষয়টি সুরাহার জন্য বারবার বলেও কাজ হয়নি। গত বুধবার রাতে তাদের ঝগড়া হলে ঘরের ভেতরে তাঁর শরীরের বিভিন্ন স্থানে ছুরিকাঘাত করে হত্যা করা হয়। বৃহস্পতিবার খবর পেয়ে লাশ উদ্ধার ও স্বামীকে আটক করে পুলিশ।
এ বিষয়ে শাহজাদপুর থানার ওসি আসলাম আলী বলেন, ঘটনাটি জানার পরই অভিযান চালিয়ে স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে পাঠানো হয়েছে সিরাজগঞ্জের মর্গে।