Home / বিদেশের খবর / ৩০ লাখ আফগানকে ফেরত পাঠাবে পাকিস্তান

৩০ লাখ আফগানকে ফেরত পাঠাবে পাকিস্তান

শেরপুর নিউজ ডেস্ক:
পাকিস্তান অন্তত ৩০ লাখ আফগান শরণার্থীকে শিগগির বিতাড়িত এবং দ্রুত গণবহিষ্কারের পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছে বলে জানিয়েছে আফগানিস্তানের ক্ষমতাসীন তালেবান কূটনীতিকরা।

বুধবার ইসলামাবাদে তালেবান দূতাবাস এক বিবৃতিতে এই তথ্য প্রকাশ করেছে। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ ও পাশের শহর রাওয়ালপিন্ডিতে পুলিশি অভিযান চলছিল। এ অভিযানে আইনিভাবে বসবাসরত শরণার্থীরাও অন্তর্ভুক্ত রয়েছে।

আফগান কূটনৈতিক মিশন জানায়, পাকিস্তান তার সর্বশেষ শরণার্থী নির্বাসন পরিকল্পনা সম্পর্কে আনুষ্ঠানিকভাবে সরকারকে অবহিত করেনি।

পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা নিশ্চিত করেছেন, অদূর ভবিষ্যতে শুধু ইসলামাবাদ ও রাওয়ালপিন্ডি নয়, পুরো দেশ থেকেই সব আফগান শরণার্থীকে বহিষ্কার বা বহিষ্কারের একটি চূড়ান্ত পরিকল্পনা রয়েছে তাদের। সূত্র: ভয়েস অব আমেরিকা

Check Also

মক্কা-মদিনায় এবারও তারাবির নামাজ ১০ রাকাত আদায়ের সিদ্ধান্ত

শেরপুর নিউজ ডেস্ক: ২০২৫ সালের রমজানে মসজিদুল হারাম ও মসজিদে নববীতে তারাবির নামাজ ১০ রাকাত …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × four =

Contact Us