সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শেরপুর / শেরপুরে বিদ্যুতায়িত ৩ নির্মাণ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

শেরপুরে বিদ্যুতায়িত ৩ নির্মাণ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে বিদ্যুতায়িত হয়ে তিনজন গুরুতর আহত হয়েছেন। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে উন্নত চিকিৎসার জন্য বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার (২২ ফেব্রুয়ারি) ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে পৌর শহরের রামচন্দ্রপুর পাড়া মহল্লা এলাকায় এই ঘটনা ঘটে।

আহতরা হলেন উপজেলার গাড়িদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের মো. সোহান (১৮), একই ইউনিয়নের চকপাথালিয়া গ্রামের আবু তালেব (৪০) ও মো. ফরহাদ (৪০)। তিনজনেই নির্মাণশ্রমিকের কাজ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগ সূত্রে জানা যায়, বিদ্যুতায়িত হওয়ার ফলে তাঁদের শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। প্রাথমিক চিকিৎসার পর তাঁদের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তাঁদের সবার অবস্থা আশঙ্কাজনক।

প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, নির্মাণাধীন একটি ভবন মহাসড়কের পাশে অবস্থিত, যার খুব কাছ দিয়ে ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ সঞ্চালন লাইন গেছে। কাজ করার সময় নির্মাণশ্রমিকেরা অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে চলে আসেন, ফলে তাঁরা বিদ্যুতায়িত হয়ে ঝুলে থাকেন।

কামাল হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা নেসকো বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রে খবর দেন। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার পর আহতদের উদ্ধার করা হয়।

আবু তালেবের ফুপাতো ভাই আনোয়ার হোসেন বলেন, আবু তালেবের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তিনি এবং অন্য আহতরা শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

Check Also

শেরপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গ্রেপ্তার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় নাশকতা এবং বিস্ফোরক মামলায় স্বেচ্ছাসেবক লীগ নেতা এক ইউপি সদস্যকে গ্রেপ্তার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 12 =

Contact Us