শেরপুর নিউজ ডেস্ক:
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, আপনারা দেখেছেন বাংলাদেশে যত ইসলামী দল আছে ৫ আগস্টের পরে তারা দেশের মানুষের ওপর কোনো জুলুম করেনি। চাঁদাবাজি করেনি। মানুষের ওপর নির্যাতন করেনি। ইসলামী দলগুলো কারো ওপরে জুলুম করে না। দখলবাজি করে না। কারণ তারা কুরআনকে সম্মান করেন এবং বুকে ধারণ করেন। একমাত্র কারণ তারা আল্লাহকে ভয় করেন। যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, তারা মানুষের ওপর জুলুম করতে পারেন না। অত্যাচার করতে পারেন না। তিনি বলেন, তারা মানুষকে ভালোবাসে, তারা মানুষকে শ্রদ্ধা করে। মানুষটির পেশা কি? শিক্ষা কি? তার গোষ্ঠী কি? এগুলো দেখেন না, দেখেন তিনি আল্লাহর সৃষ্টি আশরাফুল মাখলুকাত।
শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষ্মীপুর জেলা শাখার উদ্যোগে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত গণজমায়েতে জামায়াতে ইসলামীর আমির প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জামায়াতে আমির ডা. শফিকুর রহমান আরও বলেন, যারা কুরআনকে সহ্য করতে চান না তাদেরকে বিনয়ের সঙ্গে বলতে চাই- এ দেশের আপামর জনতা বাঁচতে চায় কুরআন বুকে নিয়ে। মরতে চায় কুরআন বুকে নিয়ে। আল্লাহর সামনে দাঁড়াতে চায় কুরআন বুকে নিয়ে। কুরআনকে আমাদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে না ইনশা আল্লাহ। যুবক শ্রেণিদের উদ্দেশ করে জামায়াতের আমির বলেন, হে যুবকরা তোমরা তৈরি হও। ইনশা আল্লাহ তোমরা পারবা। আলহামদুলিল্লাহ, তোমাদের ঐক্য ইস্পাতের মতন। বুকে আলিঙ্গন করে রাখব তোমাদের। দলীয় সহকর্মী ও দেশের বর্তমান প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে জামায়াতের আমির এ সময় আবেগ আপ্লুত হয়ে বলেন ‘ফ্যাসিবাদের নিষ্ঠুর জুলুমের শিকার মজলুম জননেতা এ টি এম আজহারুল ইসলাম এখনো বন্দি রয়েছেন। একে একে সব জাতীয় নেতৃবৃন্দ মুক্তি পেলেও তিনি বৈষম্য ও জুলুমের শিকার হয়ে বন্দি জীবনের কঠিন বোঝা বহন করে চলেছেন। তাকে কারাগারে রেখে বাইরে অবস্থান করা আমার পক্ষে আর একেবারেই সম্ভব হচ্ছে না। আমরা সরকারকে যথেষ্ট সময় দিয়েছি। এই জুলুমের প্রতিবাদে এবং এ টি এম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে আমি নিজে গ্রেপ্তার হওয়ার জন্য ২৫ ফেব্রুয়ারি আদালত প্রাঙ্গণে হাজির থাকব। আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় আমাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানোর ব্যবস্থা গ্রহণ করবে। সময়মতো আমাকে যথাস্থানে পাবে, ইনশা আল্লাহ। এ.টি.এম. আজহারুল ভাইর মুক্তির একদিন পর আমি বের হব। মা-বোনদের উদ্দেশে তিনি নিজেদের সন্তানদেরকে আল্লাহর রাস্তায় ওয়াক্ফ করে দেবার জন্য আহবান জানান।
অমুসলিমদের বিষয়ে জামায়াত আমির বলেন, এদেশে যারাই জন্মগ্রহণ করবে তারাই এদেশের গর্বিত নাগরিক। কুরআনের আলোকে তারাও রাষ্ট্রীয় সকল সুবিধা ভোগ করবে। যারা অমুসলিমদের নিয়ে মিথ্যাচার ছড়াচ্ছে তারা সেটি ঠিক করছে না। বিগত দিনে সৈরাচারের দোসরদের অত্যাচার-নির্যাতনে লক্ষ্মীপুরে ডা. ফয়েজ আহম্মদসহ অনেকের নিহতের কথা স্মরণ করে দিয়ে তিনি বলেন, লক্ষ্মীপুর এখন শান্ত। তবে কাউকে চাঁদাবাজি. দখলবাজি করতে দেওয়া হবে না। এ বিষয়ে জনগণকে সজাগ থাকার আহবান জানান জামায়াতের আমির ডা. শফিকুর রহমান। আগে এ এলাকাতে বিগত স্বৈরাচারীর দোসররা ব্যতীত অন্য কাউকে সভা-সমাবেশ করতে দেওয়া হয়নি। এখন সবাই স্বাধীনভাবে কথা বলতে পারে। সভা করতে পারে। জামায়াতে ইসলামীর লক্ষ্মীপুর শাখার আমির মাস্টার রুহুল আমিন ভূঁইয়ার সভাপতিত্বে ও সেক্রেটারি ফারুক হোসেন নুরনবীর সঞ্চালনায় গণজমায়েতে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শীর্ষ নেতা মাওলানা এটিএম মাসুম, কাজী দ্বীন মোহাম্মদ, শাহাজাহান চৌধুরী, ড. রেজাউল করিম, লক্ষ্মীপুর জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট নজির আহমেদ, এ আর হাফিজ উল্যাহ ও সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মহসিন কবীর মুরাদ। এর আগে এদিন ভোরবেলা থেকে জেলার বিভিন্ন স্থান থেকে হাজার হাজার নেতা-কর্মী মিছিলসহকারে সমাবেশস্থলে জমায়েত হতে থাকে। গত কয়েকদিন থেকে শান্তিশৃঙ্খলা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও দলীয় স্বেচ্ছাসেবী কর্মীরা ছিল সোচ্চার।
উল্লখ্য, ১৯৯৬ সালে প্রয়াত আমির অধ্যাপক গোলাম আযমের পর প্রায় ২৮ বছর পরে জামায়াতে ইসলামী আমিরের উপস্থিতিতে লক্ষ্মীপুরে এ ধরনের বিশাল গণজমায়েত হলো।
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, স্থানীয় সরকার জনপ্রতিনিধি না থাকায় জনগণ সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাই দ্রুত স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করতে হবে। যাতে জনগণ তাদের সেবা পেতে পারে। উপযুক্ত সংস্কার নিশ্চিত করার পরই জাতীয় নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনকে কালো টাকা ও পেশীশক্তির প্রভাবমুক্ত রাখতে প্রয়োজনীয় সংস্কারের ওপর তিনি গুরুত্বারোপ করেন। শনিবার বিকেলে চাঁদপুরের হাজীগঞ্জ পশ্চিম বাজার সড়কে চাঁদপুর জেলা জামায়াত আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, যারা চাঁদাবাজি করেন, তাদের বলছি, আল্লাহ ভিক্ষাকে হালাল করেছেন, কিন্তু চাঁদাবাজিকে হারাম করেছেন। তাই চাঁদাবাজি না করে ভিক্ষা করাও উত্তম। অথবা আপনারা যদি আমাদের কাছে সহযোগিতা চান, আমরা আপনাদের সহায়তা করতে প্রস্তুত, কিন্তু আল্লাহর ওয়াস্তে চাঁদাবাজি করবেন না।
তিনি বলেন, আপনারা যারা বিভিন্ন গাড়িতে চাঁদাবাজি করেন, এ চাঁদাবাজির টাকা ১৮ কোটি মানুষের পকেট থেকে যায়। ভিক্ষুকের পকেট থেকেও যায়। সুতরাং চাঁদাবাজি বন্ধ করতে হবে। নইলে আবারও ৫ আগস্ট আসবে। আপনাদের দশাও তাদের মতো হবে। জামায়াত আমির বলেন, দেশের রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার নিশ্চিত করার পরই আমরা জাতীয় নির্বাচন চাই। পিআর পদ্ধতিতে নির্বাচন হওয়া উচিত, যাতে কারও ভোট নষ্ট না হয় এবং প্রতিটি ভোটের মূল্য থাকে।