সর্বশেষ সংবাদ
Home / খেলাধুলা / ডিপিএলে অনলাইনে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

ডিপিএলে অনলাইনে নাম লেখাচ্ছেন সাকিব আল হাসান

শেরপুর নিউজ ডেস্ক:
দেশের ঘরোয়া ক্রিকেটে সর্বোচ্চ আসর বলা হয়ে থাকে ঢাকা প্রিমিয়ার লিগকে (ডিপিএল)। আগামী ৩ মার্চ থেকে মাঠে গড়াতে যাচ্ছে ডিপিএলের এবারের আসর। আসন্ন আসরে লিজেন্ডস অব রূপগঞ্জ দলে নাম লেখাতে যাচ্ছেন সাকিব আল হাসান।

আসন্ন ডিপিএলকে সামনে শনিবার এবং রবিবার দুই দিনব্যাপী চলবে ক্রিকেটারদের দলবদল। যে কারণ আসন্ন আসরকে সামনে রেখে দল গোছাতে ব্যস্ত ক্লাবগুলো। ক্রিকেটারদের দলে টানতে বেশ জোরেশোরে এগিয়ে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলটি ইতিমধ্যে বেশ কয়েকজন ক্রিকেটারকে স্কোয়াডে অন্তর্ভুক্ত করেছে।

শনিবার (২২ ফেব্রুয়ারি) অনলাইনে সাকিব আল হাসানকে দলে ভেড়ানোর কথা জানিয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলবদল নিশ্চিত করতে ছবিও পাঠিয়েছেন সাকিব।

সাকিব ছাড়াও লিজেন্ডস অব রূপগঞ্জের জার্সি গায়ে খেলার কথা রয়েছে সৌম্য সরকার, তানজিদ হাসান তামিম, জাকের আলি অনিক ও তানজিম হাসান সাকিবদের। অধিনায়ক হিসেবে বিশ্বকাপজয়ী ক্রিকেটার আকবর আলিকে বেছে নিয়েছে দলটি।

উল্লেখ, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে দেশের বাইরে অবস্থান করছেন সাকিব। ঘরের মাঠে শেষ টেস্ট খেলতে চেয়েও পারেননি সাবেক এই অধিনায়ক। এমনকি সবশেষ বিপিএলেও খেলতে পারেননি তিনি। এছাড়া সাকিবের নামে রয়েছে হত্যা মামলা। তাই ডিপিএলে নাম লেখালেও শেষ পর্যন্ত খেলতে পারবেন কিনা তা নিয়ে রয়েছে শঙ্কা।

Check Also

চ্যাম্পিয়নস ট্রফি বাংলাদেশ-ভারত ম্যাচ হবে নতুন পিচে

শেরপুর নিউজ ডেস্ক: বাজছে মিনি বিশ্বকাপ খ্যাত চ্যাম্পিয়নস ট্রফির দামামা। আজ মাঠে গড়াবে টুর্নামেন্টটির নবম …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

6 − 3 =

Contact Us