সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / ড. মঈন খানের নেতৃত্বে সমমনাদের নিয়ে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

ড. মঈন খানের নেতৃত্বে সমমনাদের নিয়ে চীন সফরে যাচ্ছে বিএনপি প্রতিনিধিদল

শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খানের নেতৃত্বে ২৩ সদস্যের একটি প্রতিনিধিদল চীন সফরে যাচ্ছে। চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বিএনপি ও সমমনা দলের প্রতিনিধিরা এ সফরে যাচ্ছেন।

গতকাল শনিবার ছাত্রদলের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। আগামী সোমবার প্রতিনিধিদলটি চীনের উদ্দেশে ঢাকা ছাড়বে।

বিএনপির তালিকায় রয়েছেন, দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান, যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির আইনবিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল, কৃষকদলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, যুবদলের সাধারণ সম্পাদক নূরুল ইসলাম নয়ন, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব আহসান, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির।

বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা ছাড়াও তাদের যুগপত্ আন্দোলনের শরিক দলের নেতারাও রয়েছেন প্রতিনিধিদলে। তাঁদের মধ্যে রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মুহাম্মদ রাশেদ খান, ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক মুভমেন্টের (এনডিএম) চেয়ারম্যান ববি হাজ্জাজ ও বাংলাদেশ জাতীয়দলের চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা প্রমুখ।

এর আগে চীনা কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে ২০২৪ সালের ৭ নভেম্বর বিএনপির চার সদস্যের প্রতিনিধিদল চীন সফর করেছিল।

 

Check Also

রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি

শেরপুর ডেস্ক: রমজানেও মাঠে সরব থাকবে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নিজ এলাকায় …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

five × 2 =

Contact Us