শেরপুর নিউজ ডেস্ক: র্যাবের অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ার প্রতাপ বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামির নাম হবিবর রহমান হবি (৫৫)। তিনি বগুড়ার শেরপুর উপজেলার পালাশন ছয়কাঠি এলাকার মৃত মজিবর রহমানের ছেলে। রবিবার বিকালে এসব তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ বগুড়ার কোম্পানি কমান্ডার এম আবুল হাশেম সবুজ।
র্যাবের এই কর্মকর্তা জানান, গত ১ ফেব্রুয়ারি দুপুরে বগুড়ার ধুনট থানার হিজুলি গ্রামের এক কিশোরী (১৫) নানার বাড়ি যাওয়ার পথে শেরপুর থানাধীন পালাশন ছয়কাঠি গ্রামের কাঁচা রাস্তার পাশে আসামির বাড়ির সামনে পৌঁছালে হাবিবর রহমাম হবি বিস্কুটের প্রলোভন দেখিয়ে নিজের ঘরে নিয়ে যায়। এরপর মুখ চেপে ধরে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে শেরপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন (মামলা নং- ০২, তারিখ ০১/০২/২০২৫)। পরে র্যাব-১২ বগুড়া ও সিরাজগঞ্জের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য শেরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।