সর্বশেষ সংবাদ
Home / দেশের খবর / আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

শেরপুর নিউজ ডেস্ক: আওয়ামী লীগের দোসররা দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি দিন দিন উন্নতি হবে বলেও জানান তিনি।

রোববার (২৩ ফেব্রুয়ারি) দিবাগত মধ্যরাত ৩টা ৫ মিনিটে বারিধারা ডিওএইচএসের নিজ বাসায় জরুরি সংবাদ সম্মেলনে এসে এসব কথা বলেন উপদেষ্টা।

দেশের বিদ্যমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে আমরা পূর্ণ সজাগ ও সচেতন মন্তব্য করে তিনি বলেন, আওয়ামী লীগের দোসররা প্রচুর টাকা দেশ থেকে স্থানান্তর করেছে। এখন সেই টাকা ব্যবহার করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। আমরা এটা কোনো অবস্থাতেই করতে দেব না। আমরা যেভাবেই হোক এটা প্রতিহত করব। দিনে-রাতে যেখানেই আইনশৃঙ্খলা বাহিনীর প্রয়োজন হবে, তারা সেখানে যাবে এবং প্রতিহত করবে।

তিনি বলেন, আগামীকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল বাড়বে। যেখানেই ঘটনা ঘটবে, সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কাউকে ছাড় দেওয়া হবে না।

এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কারো গাফিলতি পাওয়া গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ার করেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

তিনি বলেন, আওয়ামী যারা এই কাজগুলো করছে, তাদের আমি ঘুম হারাম করে দেব এবং তারা কোথাও কোনো স্থান পাবে না। আমি বাহিনীতে ইন্সট্রাকশন দিয়েছি তারা টহল কার্যক্রম আরও বৃদ্ধি করবে। আগামীকাল থেকে যেন কোথাও কোনো কিছু না ঘটে, সে জন্য তারা ব্যবস্থা নেবে। বাহিনীর সবাইকে আমি এই ইনস্ট্রাকশন দিয়েছি। তারা এটা ভালোভাবে কার্যকর করবে এবং তারা যদি ভালোভাবে কার্যকর করতে না পারে, তাদের বিরুদ্ধেও আমি একটা অ্যাকশন নেব।

দেশবাসীকে আশ্বস্ত করে উপদেষ্টা বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে আরও উন্নতি হবে এবং এটা অবনতি হওয়ার কোনো সম্ভাবনা নাই। দেশকে যারা অস্থিতিশীল করার চেষ্টা করছে, তাদের আমরা কোনোভাবেই ছাড় দেব না। এই আওয়ামী দোসরদের কোনো অবস্থায় ছাড় দেব না। তাদের কাছে প্রচুর টাকা আছে, এই টাকা বিভিন্ন জনের মাধ্যমে বিভিন্ন জনের কাছে ছড়াচ্ছে এবং দেশে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে।

তারা কোনো অবস্থাতেই সফল হবে না জানিয়ে তিনি বলেন, যেভাবেই হোক আমরা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি দিনে দিনে উন্নতি করতে থাকব। ডেভিল হান্টের মাধ্যমে আমাদের কার্যক্রম অব্যাহত থাকবে। সন্ত্রাসীরা কোথাও কোনো জায়গায় যেন ঘুমাতে না পারে, বসতে না পারে, দাঁড়াতে না পারে, এই ব্যবস্থা আমরা করব।

Check Also

গরমে কেন স্যুট পরতে হবে,প্রশ্ন বিদ্যুৎ উপদেষ্টার

শেরপুর নিউজ ডেস্ক: গরমকালে স্যুট পরার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রণালয়ের …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fifteen − five =

Contact Us