শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়া ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে। রবিবার দুপুর থেকে সন্ধ্যা সাড়ে ৭টা পর্যন্ত শিক্ষার্থীরা তাদের এই কর্মসূচি অব্যাহত রাখে। এসময় বিদ্যালয়ের শিক্ষার্থীদের একটি গ্রুপ অধ্যক্ষর বিরুদ্ধে নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ তুলে ধরে এবং অধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরে খবর পেয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা), সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে ছুটে যান। সন্ধ্যা সাড়ে সাতটার দিকে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা অবরুদ্ধ অধ্যক্ষ শাহাদত হোসেনকে উদ্ধার করেন।
জানা যায়, ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সেশন ফি বাড়ানো, বেতন বাড়ানো সহ নানা অভিযোগ তুলে বিদ্যালয়ের একাংশের শিক্ষার্থীরা প্রথমে জেলা প্রসাশকের কার্যালয়ে যায়, এরপর বেলা ১২ টা থেকে দিনব্যাপী বিদ্যালয়ের সামনে সড়ক অবরোধ করে। বিকালে জেলা প্রশাসকের পক্ষ থেকে একজন প্রতিনিধি বিষয়টি নিয়ে সমাধানে এগিয়ে আসলেও তিনি পরে ফিরে যান। এদিকে বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৭ টা পর্যন্ত অধ্যক্ষ শাহাদাৎ হোসেন তার কক্ষে অবরুদ্ধ হয়ে থাকে। পরে সেনাবাহিনী ও পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়। এদিকে, শিক্ষার্থীদের একটি গ্রুপ অধ্যক্ষের পক্ষে অবস্থান নিলে দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়। পরে পুলিশ, অভিভাবক মিলে পরিস্থিতি সামাল দেন। অধ্যক্ষ মো. শাহাদৎ হোসেন জানান, যে অভিযোগ করা হয়েছে তা সত্য নয়। বিষয়টি জেলা প্রশাসনকে জানানো হয়েছে। শিক্ষার্থী ও অভিভাবকদের সমন্বয়ে বিষয়টি সমাধান করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি) আরাফাত হোসেন বলেন, ‘বিধি মোতাবেক বেতন ও সেশন ফি কমানো হবে। আর অধ্যক্ষের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা তদন্ত কমিটি গঠন করে রিপোর্ট পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে। রিপোর্ট না পাওয়া পর্যন্ত অধ্যক্ষ প্রতিষ্ঠানে যাবেন না।’
ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালেয়ের ওয়েব সাইটের তথ্য বলছে, মোঃ শাহাদত হোসেন ১৯৬৯ সালের ১৯ এপ্রিল বগুড়া জেলার গাবতলী উপজেলাধীন রামেশ্বরপুর ইউনিয়নের অন্তর্গত জাগুলী গ্রামে এক মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আজগর আলী শাহ এবং মাতার নাম জায়েদা বেগম। জাগুলী সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক এবং রামেশ্বরপুর উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাসের পর সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হোন। ১৪/১০/১৯৯৯ তারিখে জাগুলী দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে সহকারি শিক্ষক পদে যোগদানের মাধ্যমে তিনি কর্মজীবন শুরু করেন। গত ০১/০৭/২০১৪ তারিখে ইয়াকুবিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ে সহকারি প্রধান শিক্ষক এবং ০৮/০৯/২০১৯ তারিখে একই বিদ্যালয়ে প্রধান শিক্ষক পদে যোগদান করে কর্মরত রয়েছেন।