শেরপুর নিউজ ডেস্ক:
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, ‘জিয়াউর রহমান ক্ষমতা গ্রহণ করে রাজনীতিকে সর্বজনীন করায় জামায়াতে ইসলামী রাজনীতি করার লাইসেন্স পেয়েছিল। বাংলাদেশে রাজনীতি করার সুযোগ পেয়েছে। কিন্তু আজ তারা বলছেন জিয়াউর রহমানের পরিবারতন্ত্র চলবে না। দেশের জনগণ যদি চায় তাহলে আপনারা কি করবেন? জনগণ চায় জিয়াউর রহমানের পরিবার নেতৃত্ব দেবে। আপনাদের কথায় কিছু যায় আসে না আমাদের।’
তিনি বলেন, ‘আওয়ামী লীগের নেতাকর্মীদের এখনও আমার ভয় লাগে, এমনকি আমার বিএনপির নেতাকর্মীদেরও ভয় লাগে। এখন শুনছি, বিএনপির নেতাকর্মীদের আত্মীয়-স্বজন বেড়ে গেছে। তাদের থাকা-খাওয়ার ব্যবস্থা করো তোমরা। তোমরা যে সাপ পুষতেছো, এরা কিন্তু কেউটে সাপের চেয়েও খারাপ, সুযোগ পেলেই আবার ছোবল দেওয়ার জন্য দাঁড়াবে। এদের সমূলে বিনষ্ট করার জন্য প্রস্তুত হও তোমরা।’
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের মুক্তির সোপানে ‘আমরা বিএনপি পরিবার’-এর আয়োজনে ছাত্র আন্দোলনে নিহতদের পরিবারের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
আমরা বিএনপি পরিবারের আহ্বায়ক আতিকুল রহমান রুম্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি রোমানা মাহমুদ, কেন্দ্রীয় জাসাসের নেত্রী কণ্ঠশিল্পী কনক চাপা ও সাবেক ডিআইজি খান সাইদ প্রমুখ।