শেরপুর নিউজ ডেস্ক: আগামী ২৮ ফেব্রুয়ারি শুক্রবার বিকাল ৩টায় নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজধানীতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষ্যে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি জানান, আত্মপ্রকাশের অনুষ্ঠানে রাজনৈতিক অঙ্গনের সকল দল, শহীদ পরিবার এবং আহত যোদ্ধা, দেশী বিদেশী কুটনৈতিকবৃন্ধ, যারা অভ্যত্থানের প্রেক্ষাপট তৈরী করেছে সকল ছাত্র জনতা এবং প্রবাসী ভাইদের প্রতিনিধি থেকে শুরু করে বাংলাদেশের সকল অংশীদারিত্ব, জাতিগোষ্ঠী সকলের সেখানে অংশগ্রহণ থাকবে।
আমরা বিশ্বাস করি ২৮ ফেব্রুয়ারি বাংলাদেশের ইতিহাসে নবদিগন্তর সুচনা হবে।
এসময় আরো বক্তব্য রাখেন জাতীয় নাগরিক কমিটির সদস্য সচিব আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরফি সোহেল, সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ প্রমুক।