শেরপুর ডেস্ক: শেরপুর থানা পুলিশ অভিযান চালিয়ে নাশকতা, বিস্ফোরক ও হত্যা চেষ্টার মামলায় পৌর যুবলীগের সভাপতি ফেরদৌস সরকার মুকুল (৩৮) কে গ্রেফতার করেছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তাকে শহরের সকাল বাজার এলাকা থেকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মুকুল শেরপুর শহরের সকাল বাজার এলাকার মৃত বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেনের ছেলে এবং শেরপুর পৌর যুবলীগের সভাপতি ও আমরা মুক্তিযোদ্ধা সন্তান কমা- শেরপুর উপজেলা শাখার সভাপতি।
শেরপুর থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম জানান, গ্রেফতারকৃত মুকুল শেরপুর থানায় গত ২৮ সেপ্টেম্বর দায়ের করা নাশকতা মামলার এজাহার নামীয় আসামী। এছাড়া তার বিরুদ্ধে গত ২ নভেম্বর দায়ের করা বিস্ফোরক ও হত্যা চেষ্টা মামলায় তদন্তে সম্পৃক্ততা পাওয়া গেছে। তাকে মঙ্গলবার আদালতে হাজির করা হবে বলে তিনি জানান।