সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / শিবগঞ্জ / শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে বোমা হামলা, অগ্নিসংযোগ, আহত ১

শিবগঞ্জে যুবদল নেতার বাড়িতে বোমা হামলা, অগ্নিসংযোগ, আহত ১

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি রনি মিয়ার বাড়িতে হাত বোমা ও পেট্রোল বোমা হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা৷ এসময় যুবদল নেতা রনিকে বাড়িতে ঢুকে হত্যার চেষ্টা করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, সন্ধ্যা ৬ ঘটিকার সময় অন্তত ৪/৫ টি মোটরসাইকেল যোগে দুর্বৃত্তরা বাড়ির সামনে নেমেই হাত বোমা, পেট্রোল বোমা ও ককটেল বিস্ফোরন করে। এসময় বিকট শব্দে বাড়ির লোকজনসহ আশেপাশের লোকজন আতঙ্কিত হয়ে এদিকবেদিক ছুটতে থাকে।

আহত যুবদল নেতা রনি বলেন, যুবলীগ নেতা যে বর্তমানে নাগরিক ঐক্যের নামধারী অমিত, বিদ্যুত, এনামুল হক সরকার, পিয়াল, সাগর ও খোকনের নেতৃত্বে ৮/১০ জন দুর্বৃত্ত বিস্ফোরন ঘটিয়ে আমাকে হকিষ্টিক দিয়ে মারতে থাকে। এসময় আমার মাথায় আঘাত করে। মাথার আঘাত ঠেকাতে গিয়ে আমার বাম হাত ভেঙ্গে যায়।

সরজমিনে ঘটনাস্হলে গিয়ে দেখা যায়, হাত বোমা ও পেট্রোল বোমা বিস্ফোরনে বাড়িতে আগুন ধরেছে। এছাড়াও কয়েকটি অবিস্ফোরিত ককটেল দেখা গেছে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে ও অবিস্ফোরিত ককটেল নিস্ক্রিয় করে।

এদিকে, যুবদল নেতার বাড়িতে হামলার ঘটনায় মোকামতলা-জয়পুরহাট সড়কের আমতলীতে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ বিএনপি হাজারো নেতা-কর্মী। এসময় নেতা-কর্মীদের শান্ত করতে ঘটনাস্হলে ছুটে আসেন উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম।

পরবর্তীতে শিবগঞ্জ সার্কেলের দায়িত্বপ্রাপ্ত সহকারী পুলিশ সুপার নাজরান রউফ ঘটনাস্হলে এসে অপরাধীদের দ্রুত গ্রেপ্তার করতে আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করে বিএনপি নেতা-কর্মীরা।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি মীর শাহেআলম বলেন, ফ্যাসিস্ট হাসিনার দোসরদের নিয়ে নাগরিক ঐক্য নামধারী নেতাকর্মীরা এ হামলায় জড়িত। বিএনপির ঘাঁটি শিবগঞ্জ উপজেলায় কোন আওয়ামী লীগের দোসরদের ঠাঁই হবে না।

Check Also

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় এক অবসরপ্রাপ্ত পুলিশ পরিদর্শক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Us