শেরপুর নিউজ ডেস্ক:
হলিউডের স্ক্রিন অ্যাক্টর্স গিল্ড অ্যাওয়ার্ডসের শীর্ষ পুরস্কার জিতে নিলো পোপ নির্বাচনের থ্রিলার ‘কনক্লেভ’। ফলে অস্কারের মর্যাদাপূর্ণ সেরা চলচ্চিত্রের স্বীকৃতি বাগিয়ে নেওয়ার মোমেন্টাম পেয়ে গেলো ছবিটি। কারণ এসএজি অ্যাওয়ার্ডসের আয়োজক স্ক্রিন অ্যাক্টরস গিল্ড ও আমেরিকান ফেডারেশন অব টেলিভিশন অ্যান্ড রেডিও আর্টিস্টসের (এসএজি-এফটিআরএ) ১ লাখ ২২ হাজারের বেশি সদস্যের অধিকাংশই অস্কারের ভোটার। তারাই এসএজি অ্যাওয়ার্ডসের বিজয়ী নির্বাচন করেছেন, তারাই অস্কারের বিজয়ী নির্বাচন করবেন!
৩১তম এসএজি অ্যাওয়ার্ডসে ‘কনক্লেভ’ চলচ্চিত্রের পাঁচ তারকা র্যালফ ফাইনস, স্ট্যানলি টুসি, সার্জিও কাস্তেলিত্তো, জন লিথগো ও ইসাবেলা রসেল্লিনি সেরা চলচ্চিত্র অভিনয়শিল্পীর সম্মিলন পুরস্কার জিতেছেন। এডওয়ার্ড বারগার পরিচালিত ছবিটিতে দেখানো হয়েছে ভ্যাটিকানে একজন পোপ নির্বাচনের জন্য সমবেত হওয়া একদল কার্ডিনালের গোপন চক্রান্ত। পুরস্কার জয়ের আগে-পরে বাস্তবের ৮৮ বছর বয়সী পোপ ফ্রান্সিসের দ্রুত সুস্থতা কামনা করেন ইতালিয়ান অভিনেত্রী ইসাবেলা রসেল্লিনি। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে পোপ ফ্রান্সিস এখন শয্যাশায়ী।
‘অ্যা কমপ্লিট আননোন’ ছবিতে খ্যাতিমান সংগীতশিল্পী বব ডিলানের তরুণ বয়সের চরিত্রে অভিনয়ের সুবাদে টিমোতি শ্যালামের সেরা অভিনেতার পুরস্কার জয় এসএজি অ্যাওয়ার্ডসের বড় চমক। গানে সাফল্য অর্জনের জন্য বব ডিলানের নিউইয়র্কে আসার দিনগুলো তুলে ধরা হয়েছে এতে। ২৯ বছর বয়সী শ্যালামে বলেন, ‘ডিলানের চরিত্রের জন্য আমার যা কিছু ছিল সবই উজাড় করে দিয়েছি। সত্যি কথা বলতে, আমি মহত্বের সন্ধানে আছি। আমি মহানদের একজন হতে চাই।’
টিমোতি শ্যালামের জয়ের ঘটনা ‘দ্য ব্রুটালিস্ট’ ছবিতে অভিবাসী স্থপতির চরিত্রে অভিনয়ের জন্য চলতি পুরস্কার মৌসুমের প্রায় সব স্বীকৃতি পাওয়া অ্যাড্রিয়েন ব্রডির জন্য হতাশারই বটে। কারণ এসএজি অ্যাওয়ার্ডসকে ভাবা হয় অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের সূচক। পুরস্কারটি জিতে শ্যালামে অস্কার জয়ের সিগন্যালই যেন পেলেন!
সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন ডেমি মুর। ‘দ্য সাবস্ট্যান্স’ ছবিতে যৌবন ফিরে পেতে মরিয়া এমন একজন ম্লান তারকার চরিত্রে অভিনয়ের সুবাদে এই স্বীকৃতি উঠেছে তার হাতে। ফলে জীবনের প্রথম অস্কারজয়ের দৌড়ে এগিয়ে গেলেন তিনি। ১৯৭৮ সালে ১৫ বছর বয়সে এসএজি ইউনিয়নের পরিচয়পত্র পাওয়ার স্মৃতি রোমন্থন করেন ডেমি মুর। তার কথায়, ‘সেই আইডি কার্ড আমার জীবন বদলে দিয়েছে। কারণ এটি ছিল অর্থবহ। সেই পরিচয়পত্রের মাধ্যমে একটি লক্ষ্য ও দিকনির্দেশনা পেয়েছি।’
সেরা পার্শ্ব অভিনেতা ও সেরা পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন যথাক্রমে কিয়েরেন কালকিন (অ্যা রিয়েল পেইন) ও জোয়ি সালদানিয়া (এমিলিয়া পেরেজ)।
এবারের এসএজি অ্যাওয়ার্ডসের টেলিভিশন বিভাগে এফএক্স চ্যানেলের ‘শোগান’ রাজত্ব করেছে। সাম্রাজ্যবাদী জাপানের রাজনৈতিক ষড়যন্ত্রের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। সেরা ড্রামা সিরিজের অভিনয়শিল্পীর সম্মিলন ও সেরা স্টান্টদের সম্মিলন (টেলিভিশন সিরিজ) পুরস্কার দুটি জিতেছে ‘শোগান’। সিরিজটির সুবাদে হিরোয়ুকি সানাদা সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) ও অ্যানা সোয়াই সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) হয়েছেন।
সেরা কমেডি সিরিজের অভিনয়শিল্পীর সম্মিলন পুরস্কার জিতেছে হুলু’র ‘অনলি মার্ডারস ইন দ্য বিল্ডিং’। তাদের মধ্যে অন্যতম আমেরিকান গায়িকা-অভিনেত্রী সেলিনা গোমেজ। সিরিজটির জন্য কানাডিয়ান-আমেরিকান তারকা মার্টিন শর্ট আলাদাভাবে সেরা অভিনেতা (কমেডি সিরিজ) হয়েছেন। ‘হ্যাকস’ সিরিজের সুবাদে সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) পুরস্কার জিতেছেন আমেরিকান তারকা জিন স্মার্ট।
‘দ্য পেঙ্গুইন’ সিরিজের জন্য সেরা অভিনেতা (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ) হয়েছেন আইরিশ তারকা কলিন ফারেল। নেটফ্লিক্সের ‘বেবি রেইন্ডিয়ার’ সিরিজের সুবাদে সেরা অভিনেত্রী (টেলিভিশন মুভি অথবা লিমিটেড সিরিজ) স্বীকৃতি পেয়েছেন ব্রিটিশ তারকা জেসিকা গানিং।
ছয় দশকের বর্ণাঢ্য চলচ্চিত্র ক্যারিয়ার ও মানবকল্যাণে ভূমিকা রাখায় আজীবন সম্মননায় ভূষিত হয়েছেন দুইবার অস্কারজয়ী ও সাতবার গোল্ডেন গ্লোবস জয়ী আমেরিকান অভিনেত্রী জেন ফন্ডা। তার বয়স এখন ৮৭ বছর। সত্তর দশকে ভিয়েতনাম যুদ্ধের বিরোধিতা করে প্রচারণা চালিয়েছিলেন তিনি। ২০০৩ সালে ইরাক যুদ্ধের বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রেখেছিলেন জেন ফন্ডা।
রবিবার রাতে (বাংলাদেশ সময় সোমবার সকাল ৭টা) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের শ্রাইন অডিটোরিয়ামে লালগালিচা আয়োজনে বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার বিতরণ করা হয়। আমেরিকান অভিনেত্রী ক্রিস্টেন বেলের সঞ্চালনায় অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করেছে নেটফ্লিক্স। এর মাধ্যমে অস্কারের আগে চলতি বছরের পুরস্কার মৌসুমের শেষ গুরুত্বপূর্ণ আয়োজন হয়ে গেলো।