শেরপুর নিউজ ডেস্ক:
রাশিয়ার সঙ্গে আবারও সীমাহীন অংশীদারত্বের অঙ্গীকার ব্যক্ত করেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের দাবি, ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর তৃতীয় বছর পূর্ণ হওয়াকে কেন্দ্র করে সোমবার (২৪ ফেব্রুয়ারি) এক ফোন কলে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে নিজের অবস্থান আবারও স্পষ্ট করেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দৌড়ঝাঁপ বিবেচনা করেই এই আলোচনার আয়োজন করা হয়। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির প্রতিদ্বন্দ্বী চীনকে রাশিয়া থেকে দূরে সরানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র- এই আশঙ্কায় এই ফোন কল করেছেন শি।
চীনা রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সরকারি বিবৃতি অনুযায়ী, মস্কো ও বেইজিংয়ের সম্পর্কের মূল চালিকাশক্তি হচ্ছে তাদের নিজস্ব মূল্যবোধ এবং অনন্য কৌশলগত গুরুত্ব। এটি তৃতীয় কোনও পক্ষের হস্তক্ষেপে নড়বড়ে হয়ে যাওয়ার বিষয় নয়।
শি আরও বলেছেন, চীন-রাশিয়া উন্নয়ন কৌশল এবং পররাষ্ট্রনীতি দীর্ঘমেয়াদি। এই দুদেশ যথেষ্ট আন্তরিক প্রতিবেশী যাদের আলাদা করা যাবে না।
২০২২ সালে ইউক্রেনে রুশ আগ্রাসন শুরুর জন্য কিয়েভকে দায়ী করে এবং শান্তি প্রক্রিয়ায় ইউক্রেন ও ইউরোপীয় মিত্রদের পাশ কাটিয়ে সরাসরি মস্কোর সঙ্গে আলোচনা শুরু করায় অস্বস্তিতে পড়ে গেছেন জেলেনস্কি ও তার মিত্ররা। তাদের আশঙ্কা, এই চুক্তিতে পুতিনই লাভবান হবেন।
ইউক্রেনের বিষয়ে চীন বলেছে, রাশিয়া ও সংশ্লিষ্ট সব পক্ষ যুদ্ধ শেষ করার পক্ষে মত দিয়েছেন। এ বিষয়টি খুবই আশা জাগানিয়া।
শি ও পুতিনের ফোনকল এবং চীন-রাশিয়া সম্পর্ক নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক অধ্যাপক শি ইয়িনহোং বলেছেন, আপাত দৃষ্টিতে মনে হবে সব ঠিক আছে এবং চীন-রাশিয়া সম্পর্কে কোনও পরিবর্তন আসেনি। তবে ট্রাম্প-পুতিন দ্বিপাক্ষিক কূটনীতির পর পরিস্থিতি কোন দিকে মোড় নিবে, তা তো বলা যাচ্ছে না।
এ নিয়ে চলতি বছর দুবার ফোনালাপ করলেন শি-পুতিন। গতমাসে ট্রাম্পের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের প্রকৃতি নিয়ে আলোচনা করেছিলেন তারা। গত এক দশকে ৪০ বারের বেশি সাক্ষাৎ করেছেন দুই নেতা।
যুদ্ধ শুরুর পর থেকে মস্কোর প্রতি আনুষ্ঠানিক নিন্দা জানাতে অস্বীকৃতি জানিয়েছে বেইজিং। এর ফলে যুক্তরাষ্ট্র ও ইউরোপের সঙ্গে সম্পর্ক কিছুটা শীতল হয়ে পড়ে চীনের। সম্প্রতি এক বক্তব্যে চীনকে ‘মিত্র’ হিসেবে অভিহিত করেছেন পুতিন।