সর্বশেষ সংবাদ
Home / বগুড়ার খবর / বগুড়ায় ইতালি প্রবাসীর বাসায় ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

বগুড়ায় ইতালি প্রবাসীর বাসায় ডাকাতি, টাকা-স্বর্ণালঙ্কার লুট

শেরপুর নিউজ ডেস্ক:

বগুড়া শহরে এক ইতালি প্রবাসীর বাসায় ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ঘরের ওয়্যারড্রপ ও ড্রেসিং টেবিলের তালা ভেঙে দুই কোটি টাকার বিভিন্ন দেশের মুদ্রা, সাত ভরি সোনার গয়না ও একটি মামলার কাগজপত্র লুট করে নিয়ে গেছে। সোমবার সন্ধ্যায় শহরের লতিফপুর কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।

ইতালি প্রবাসী হেলাল উদ্দিনের স্ত্রী তাজমিনা আকতার জানান, তিনি প্রায় এক যুগ আগে শহরের নুরানী মোড় এলাকায় আইভি ক্লিনিকে অপারেশনের মাধ্যমে যমজ সন্তান (ছেলে ও মেয়ে) জন্ম দেন। ক্লিনিক থেকে তার ছেলে আহসান হাবিবকে চুরি করে বিক্রি করে দেওয়া হয়। তাকে জানানো হয়, মৃত ছেলে হয়েছিল; তাই ডাস্টবিনে ফেলে দেওয়া হয়েছে। পরে ছেলের সন্ধান পান। ছেলেকে ফিরে পেতে এক যুগ ধরে আইনি লড়াই করছেন। উল্টো নিজের ছেলেকে অপহরণের অভিযোগে জেলে যেতে হয়েছে। ডিএনএ রিপোর্ট তার পক্ষে এলেও আসামিদের প্ররোচনায় আদালত সংশ্লিষ্টরা সেটা নেগেটিভ দেখান। ফলে দীর্ঘদিনেও বুকের ধনকে ফিরে পাননি। তার পুরো পরিবার ইতালির নাগরিক হলেও চুরি করা ছেলের কারণে প্রবাসে যেতে পারছেন না। বর্তমানে মামলাটি তার অনুকূলে রয়েছে। তিনি মামলার কাজে হাইকোর্টে গিয়েছিলেন সোমবার। কয়েকদিন আগে এক কর্মকর্তা তাকে মামলার কাগজপত্র চুরি হওয়ার আশঙ্কার কথা বলেছিলেন।

সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শহরের লতিফপুর কলোনিতে ভাড়া বাসার তিনতলায় তার মেয়ে দশম শ্রেণির ছাত্রী একাই ছিল। এ সময় ৩/৪ জন বোরকা পরিহিত ব্যক্তি দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা চাকু ধরে মেয়েকে জিম্মির চেষ্টা করলে সে দৌড়ে একটি রুমে ঢুকে দরজা লাগিয়ে দেয়। এরপর ডাকাতরা ওই রুমের দরজায় চাকু দিয়ে আঘাত করে ভয় দেখাতে থাকে ও দরজা খুলে দিতে হুমকি দেয়। মেয়ে দরজা না খুলে রুমের বাথরুমে গিয়ে মাকে মোবাইল ফোনে বিষয়টি জানায়। এ সময় তিনি ঢাকা থেকে বাসায় ফিরছিলেন। মেয়ে কণ্ঠস্বর শুনে ডাকাতদের মধ্যে গাবতলীর নেপালতলি ইউনিয়নের ঈশ্বপুর গ্রামের আনোয়ারকে চিনতে পেরেছে বলে জানিয়েছে মেয়ে।

তাজমিনা আকতার বলেন, ডাকাতরা মূলত আমার সন্তানকে ফিরে পাওয়ার মামলা থেকে বাঁচতে নথিপত্র নিতে নারীর ছদ্মবেশে বোরকা পরে এসেছিল। এ ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করতে তারা ওয়্যারড্রপের তালা ভেঙে মামলার সব নথিপত্রের পাশাপাশি নগদ ১৬ লাখ টাকা, আমেরিকান ডলার, ইতালির ইউরো ও
লিবিয়ার মুদ্রা সবমিলিয়ে দুই কোটির অধিক টাকা এবং সাত ভরি সোনার গয়না নিয়ে যায়। এ ব্যাপারে রাতেই সদর থানায় মামলা করবো।

খবর পেয়ে র‌্যাব ও পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

বনানী পুলিশ ফাঁড়ির এসআই ফজলে ইলাহী বলেন, ওই প্রবাসীর স্ত্রী-সন্তান ডাকাতির কথা জানিয়েছেন। এ ব্যাপারে তদন্ত শুরু হয়েছে। তিনি থানায় মামলা দিলে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে।

Check Also

বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় ৩ প্রতারক গ্রেফতার

শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ায় র‌্যাব পরিচয়ে চাঁদাবাজির সময় চাকরিচ্যুৎ দুই সেনা সদস্যসহ ৩ জনকে গ্রেফতার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − 2 =

Contact Us