সর্বশেষ সংবাদ
Home / রাজনীতি / দিন দিন মানুষ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে: আন্দালিভ রহমান পার্থ

দিন দিন মানুষ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে: আন্দালিভ রহমান পার্থ

শেরপুর নিউজ ডেস্ক:

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ বলেছেন, ছয় মাস ধরে সরকার যেভাবে চলছে, তাতে দিন দিন মানুষ সরকারের ওপর আস্থা হারিয়ে ফেলছে, অন্যদিকে সংস্কার জনগণের কাছে অতি গুরুত্বপূর্ণ। তাই দ্রুত তা সমাপ্ত করতে হবে।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে তিন দিনের সফরে ভোলায় পৌঁছে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

পুলিশের কার্যক্রম নিয়েও প্রশ্ন তোলে আন্দালিভ রহমান বলেন, সরকারের সঙ্গে জনগণের সম্পৃক্ততার অভাব থাকায় সারা বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপ। পুলিশের যেভাবে কাজ করার কথা, সেভাবে কাজ করছে না। তাই দেশের আইনশৃঙ্খলা খারাপ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এমন কাউকে দায়িত্ব দেওয়া উচিত, যার সঙ্গে জনগণের সম্পৃক্ততা আছে।

বিগত সরকারের নেতাকর্মীদের কাছে অনেক অবৈধ অর্থ আছে, দেশের পরিস্থিতি খারাপ হলে সুবিধা তারাই পাবে মন্তব্য করে বিজেপি চেয়ারম্যান বলেন, বর্তমান সরকার শতভাগ কাজ করছে, সেটাও বলব না। আমরা আশা করি সামনে পরিস্থিতি ভালো হবে।

বৈষম্যবিরোধী ছাত্রদের নতুন দল গঠনের নিয়ে আন্দালিভ রহমান বলেন, গণতান্ত্রিক দেশে আমরা সব ধরনের রাজনৈতিক দলকে স্বাগত জানাই। দল মানেই মানুষের কাছে যেতে হবে। জনগণ যদি গ্রহণ করে, তাহলে আপনাকে বিশ্বাসের জায়গায় রাখবে।

আগামী নির্বাচন উপলক্ষে বিজেপি কাজ শুরু করে দিয়েছে জানিয়ে ভোলা-১ আসনের (সদর) সাবেক সংসদ সদস্য আন্দালিভ রহমান বলেন, নির্বাচন সামনে রেখে বিজেপি দল গোছাতে শুরু করেছে, রমজানের পরে সারাদেশে আরও ব্যাপকহারে দল গোছানোর কাজ এগিয়ে যাবে।

Check Also

ছাত্রদলের মধ্যে নিষিদ্ধ ছাত্রলীগের প্রতিচ্ছবি দেখতে পাচ্ছি: ছাত্রশিবির

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদলকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পথ অনুসরণ করতে দেখা যাচ্ছে বলে …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eighteen − 4 =

Contact Us