শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে সুসজ্জিত ঘোড়ার গাড়িতে করে নিজ বাড়িতে পৌছে দেয়ার মাধ্যমে শেরপুর শহীদিয়া আলীয়া কামিল মাদ্রাসার সহকারি মৌলভী মাওলানা ইয়াসিন আলীকে বিদায় দেয়া হয়েছে। সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে এই বিদায় দেয়া হয়। শিক্ষক মাওলানা ইয়াসিন আলী উপজেলার গাড়ীদহ ইউনিয়নের ফুলবাড়ী গ্রামের বাসিন্দা।
জানা যায়, সোমবার (২৪ ফেব্রুয়ারি) ছিল শিক্ষক ইয়াসিন আলীর চাকরি জীবনের শেষ কর্ম দিবস। ১৯৯০ সাল থেকে দীর্ঘ ৩৫ বছর তিনি এই শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এর আগে ৬ বছর স্থানীয় খামারকান্দী দাখিল মাদ্রাসায় শিক্ষকতা করেছেন। তাকে বিদায় জানাতে সাজানো হয় মাদ্রাসা প্রাঙ্গণ।
আলোচনা সভার পর তাকে দেয়া হয় সম্মাননা। পরে কর্মস্থল থেকে নিজ বাড়িতে পৌঁছে দেয়া হয় সুসজ্জিত ঘোড়ার টমটম গাড়িতে। টমটম গাড়ির আগে পিছে শিক্ষার্থী ও সহকর্মীদের মোটরসাইকেল, প্রাইভেটকার ও মাইক্রোবাসের বহর। গাড়িতে ওঠার সময় শিক্ষককে ফুল ছিটিয়ে ও ফুলের মালা পড়িয়ে দেয়া হয়।
মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা জামায়াতের আমির শাহিনুর আলম, উলিপুর মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ আব্দুল হাই বারী, মুহাদ্দিস আমানুল্লাহ সালেহী, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল আজিজ, আবু জাফর, একে আজাদ, মোহাম্মদ আলী, শাহিন আলম, সমাজ সেবক আবুল কাশেম মন্ডল, আবুল হোসেন, শফিকুল ইসলাম মিঠু প্রমুখ।