রহিদুর রহমান মিলন, সারিয়াকান্দি( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে কলেজ ছাত্রশিবিরের নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বগুড়ার সারিয়াকান্দি কলেজ ছাত্র শিবিরের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বায়তুল মাল বিষয়ক সম্পাদক ও সারিয়াকান্দি কলেজের সাবেক অধ্যক্ষ মোঃ শাহাবুদ্দিন।
উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক ফখরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া জেলা (পূর্ব) সভাপতি জোবায়ের আহমেদ, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা এনামুল হক চন্দনী, সহ সেক্রেটারি সাদিকুল ইসলাম স্বপন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ সভাপতি আনোয়ার হোসেন বিপ্লব, উপজেলা শিবির সভাপতি আসিফ খাঁন, সেক্রেটারি আবতাহি বুরহান মাহি সহ জেলা ও উপজেলার সাবেক ও বর্তমান নেতাকর্মী বৃন্দ।