শেরপুর নিউজ ডেস্ক:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় র্যাফেল ড্র ও সার্কাস মঞ্চে ভাঙচুরের পর আগুন দিয়েছেন স্থানীয় লোকজন। এতে বিভিন্ন সরঞ্জামসহ র্যাফেল ড্রয়ের পুরস্কারের জন্য রাখা দুটি মোটরসাইকেল পুড়ে যায়।
সোমবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের কামাপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামাপাড়া স্টেশন সংলগ্ন এলাকায় মেলার নামে চলছিল র্যাফেল ড্র, সার্কাস ও জুয়ার আসর। র্যাফেল ড্রয়ের লোভে পড়ে গ্রামের মানুষজন কিনছেন টিকিট। মেলার আয়োজক ও র্যাফেল ড্র সংশ্লিষ্টরা এভাবে প্রতিদিন মানুষের কাছ থেকে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। এ ঘটনায় এলাকাবাসীর মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। সোমবার মধ্যরাতে সাদুল্লাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিকের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনী সেখানে অভিযান চালায়। অভিযান টের পেয়ে মঞ্চ থেকে পালিয়ে যান আয়োজকরা। এ সময় সেখানে উপস্থিত লটারির টিকিট কেনা লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে প্রশাসনের উপস্থিতিতে বিক্ষুব্ধ লোকজন মঞ্চে ব্যাপক ভাঙচুর চালিয়ে আগুন দেয়। এতে মঞ্চসহ র্যাফেল ড্রয়ের পুরস্কার দুটি মোটরসাইকেল এবং বিভিন্ন সরঞ্জাম পুড়ে যায়।
ভাঙচুর ও আগুন দেখে মঞ্চের আশপাশে থাকা মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ভয়ে অনেকে দৌড়ে পালানোর চেষ্টা করেন। এতে স্থানীয় ইউপি সদস্য গোলাম মোস্তাফাসহ বেশ কয়েক আহত হন।
আয়োজক কমিটির সদস্য হারুন অর রশিদ বলেন, ‘র্যাফেল ড্র অনুষ্ঠানস্থলে এসেই উপস্থিত লোকজনকে লাঠিপেটা করে তাড়িয়ে দেয় প্রশাসনের লোকজন। এতে লটারির পুরস্কার না পেয়ে অনেকে উত্তেজিত হয়ে উঠেন। স্থানীয় লোকজনের সঙ্গে মিলে তারাও মঞ্চ ভাঙচুর করে আগুন দেন। এতে পুরস্কারের জন্য রাখা মোটরসাইকেলসহ অন্যান্য সামগ্রী পুড়ে যায়।’
উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ অনিক বলেন, ‘স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে অবৈধ র্যাফেল ড্র বন্ধে অভিযান চালানো হয়। অভিযানের সময় বিক্ষুব্ধ জনতা মঞ্চে ভাঙচুর চালিয়ে আগুন ধরিয়ে দেয়।’
স্থানীয় লোকজনের অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি থেকে কামারপাড়া স্টেশনের পাশে র্যাফেল ড্র, সার্কাস ও জুয়ার আসরের আয়োজন করা হয়। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত ২০ টাকা করে লটারির টিকিট বিক্রি করা হয়। লটারির ফাঁদে পড়ে লাখ লাখ টাকা খুইয়ে নিঃস্ব হচ্ছেন এলাকার লোকজন। মানুষকে নিঃস্ব করা এই অবৈধ লটারি বন্ধের দাবি জানান এলাকাবাসী। মঙ্গলবার লটারি বন্ধ থাকলেও সার্কাস চলছে।