শেরপুর নিউজ ডেস্ক:
চিত্রনায়িকা শিরীন শিলা। ২৬ ফেব্রুয়ারি থেকে খাগড়াছড়িতে শুরু হতে যাচ্ছে সরকারি অনুদানে এসডি রুবেলের পরিচালনায় ‘নীল আকাশে পাখি উড়ে’ সিনেমার কাজ। এ সিনেমার প্রধান একটি চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তিনি।
গত বছর এ সিনেমার কাজ শুরু হওয়ার কথা ছিল। কিন্তু নানা কারণে দেরি হয়ে যায়। সিনেমাটিতে অভিনয় করা প্রসঙ্গে শিরীন শিলা বলেন, ‘নীল আকাশে পাখি উড়ে সিনেমাটির গল্প আমার কাছে যেমন ভালো লেগেছে, ঠিক তেমনি এ সিনেমায় আমার চরিত্রটিও ভীষণ পছন্দের। মনে হচ্ছে ঠিকঠাকমতো সিনেমাটি নির্মাণ করা গেলে দর্শকের কাছে ভালো লাগবে। এতে আমার বিপরীতে অভিনয় করবেন এ সিনেমারই পরিচালক গায়ক, অভিনেতা এসডি রুবেল দাদা। দাদা শুরু থেকেই আমার ব্যাপারে ভীষণ আন্তরিক। যে কারণে কাজটি আমি বেশ আগ্রহ নিয়ে করছি। স্ক্রিপ্ট পড়ে আমি আমার চরিত্রে ডুবে গিয়েছিলাম। যাই হোক, শেষ পর্যন্ত কাজ শুরু হচ্ছে।’
‘নীল আকাশে পাখি’ সিনেমার গানগুলো নিয়ে এসডি রুবেল ভীষণ আশাবাদী। এর আগেও এসডি রুবেল সরকারি অনুদানে ‘বৃদ্ধাশ্রম’ সিনেমাটি নির্মাণ করেছিলেন।