Home / বগুড়ার খবর / নতুনরূপে মহাস্থান কলেজের উদ্বোধন করলেন আমিনুল হক

নতুনরূপে মহাস্থান কলেজের উদ্বোধন করলেন আমিনুল হক

শেরপুর নিউজ ডেস্ক:

 

বগুড়ার ঐতিহ্যবাহী মহাস্থান মাহীসওয়ার ডিগ্রি কলেজে মাস্টার্স কার্যক্রম শুরু হয়েছে। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানটি বিশ্ববিদ্যালয় কলেজ নামে রূপ নিয়েছে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) কলেজের নতুন নামকরণ ও মাস্টার্স শিক্ষা কার্যক্রমের উদ্বোধন করেন কেন্দ্রীয় বিএনপির ক্রীড়াবিষয়ক সম্পাদক ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক।

বিশ্ববিদ্যালয় কলেজের সভাপতি বিসিক পরিচালক মীর শাহে আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, মো. আকতার হোসেন, মহানগর সদস্য সহদপ্তর মো. ইব্রাহিম খলিল, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক মাহবুব আনাম, ফাহিম সিনহা, প্রখ্যাত সংগীতশিল্পী মনির খান, ঈশ্বরগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার লুৎফুল্লাহেল মাজেদ বাবু, শিবগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল ওহাব, রায়নগর ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক তাহেরুল ইসলাম, প্রভাষক আব্দুল হালিম, অধ্যক্ষ মতিউর রহমান প্রমুখ।

কলেজটির এমন উন্নয়নে ব্যাপক উচ্ছ্বাস প্রকাশ করেন শিক্ষক ও শিক্ষার্থীরা। প্রায় পাঁচ সহস্রাধিক শিক্ষার্থীর ঐতিহ্যবাহী এ প্রতিষ্ঠানটি যেন নবযৌবন ফিরে পেল।

Check Also

শেরপুরে প্রতারণা করে ৩৯৮ বস্তা আটা আত্মসাতের চেষ্টা আটাসহ ট্রাক উদ্ধার

  শেরপুর নিউজ ডেস্ক: বগুড়ার শেরপুরে প্রতারণার মাধ্যমে ৩৯৮ বস্তা আটা ও একটি ট্রাক আত্মসাৎ …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

20 − one =

Contact Us