Home / পড়াশোনা / প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর

প্রাথমিকের শিক্ষকদের জন্য বড় সুখবর

 

শেরপুর নিউজ ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নিজ উপজেলায় বদলির জন্য অনলাইন আবেদন মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) থেকে শুরু হয়েছে। আবেদন প্রক্রিয়া চলবে আগামী বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) পর্যন্ত।

সম্প্রতি প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ-সংক্রান্ত একটি নির্দেশনা জারি করে।

নির্দেশনায় জানানো হয়, শূন্যপদ না থাকায় যেসব শিক্ষককে নিজ উপজেলার বাইরের উপজেলায় পদায়ন করা হয়েছে, সেসব শিক্ষককে অগ্রাধিকার ভিত্তিতে আন্তঃউপজেলা বদলির ক্ষেত্রে ২০২৩ সালের সমন্বিত অনলাইন বদলি নির্দেশিকার ৩.৬ অনুচ্ছেদ অনুযায়ী নিজ উপজেলায় বদলির নির্দেশনা রয়েছে। ওই নির্দেশনার আলোকে বদলি কার্যক্রম চলবে।

২৫ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত সহকারী শিক্ষকরা অনলাইনে আবেদন করবেন। ২৮ ফেব্রুয়ারি থেকে প্রধান শিক্ষক সহকারী শিক্ষকদের আবেদন যাচাই করবেন।

১ মার্চ সহকারী উপজেলা/থানা প্রাথমিক শিক্ষা অফিসার যাচাই সম্পূর্ণ করবেন।

বদলি আবেদনের শর্তে বলা হয়েছে, শিক্ষকরা সর্বোচ্চ ৩টি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে পছন্দ করবেন। তবে কোনো শিক্ষক একাধিক পছন্দ না থাকলে শুধু একটি বা দুটি পছন্দ করতে পারবেন।

Check Also

শিক্ষাপ্রতিষ্ঠানে স্বাধীনতা দিবস উদযাপনের নির্দেশনা

শেরপুর নিউজ ডেস্ক: স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপনে দেশের সব সরকারি-বেসরকারি স্কুল ও কলেজকে নির্দেশনা …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − six =

Contact Us