শেরপুর নিউজ ডেস্ক:
বগুড়ার শেরপুরে জাতীয় স্থানীয় সরকার দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় র্যালি শেষে উপজেলা হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার আসিক খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা প্রকৌশলী আব্দুল মজিদ, সিনিয়র মৎস্য অফিসার শারমিন আক্তার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নজরুল ইসলাম,জনস্বাস্থ্য প্রকৌশলী রিপা পারভীন, কুসুম্বি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ আলম পান্না, শাহ বন্দেগী ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম আজাদ, মির্জাপুর ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব জাহিদুল ইসলাম,খানপুর ইউনিয়নের চেয়ারম্যান পিয়ার হোসেন পিয়ার, গাড়িদহ ইউনিয়নের চেয়ারম্যান মাও:তবিবুর রহমান, শেরপুর ডিজে হাইস্কুলের প্রধান শিক্ষক আখতার উদ্দিন বিপ্লব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও উপজেলার কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।