শেরপুর নিউজ ডেস্ক: স্থানীয় সরকার নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছেন সাবেক স্থানীয় সরকারের জনপ্রতিনিধিরা।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত গণসমাবেশে এ দাবি জানানো হয়। এরপর বেলা সাড়ে ১১টা নাগাদ তারা স্মারকলিপি জমা দিতে প্রধান উপদেষ্টার ভবনের দিকে এগিয়ে যান।
সমাবেশে আসা সিরাজগঞ্জ জেলার সাবেক কাউন্সিলর বলেন, আমরা আগে জাতীয় সংসদ নির্বাচন চাই, তারপর স্থানীয় সংসদ নির্বাচন চাই। অতীতে যত তত্ত্বাবধায়ক সরকার এসেছে তারা আগে জাতীয় সংসদ নির্বাচন দিয়েছে। আমরা তৃণমূলের মানুষ, আমরা মাঠের খবর জানি। এ দাবি আমরা প্রধান নির্বাচন কমিশনার ও প্রধান উপদেষ্টার কাছে পেশ করবো।