সর্বশেষ সংবাদ
Home / বিদেশের খবর / সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪৬

সুদানে সামরিক প্লেন বিধ্বস্ত হয়ে নিহত ৪৬

শেরপুর নিউজ ডেস্ক: সুদানের একটি সামরিক প্লেন বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪৬ জন নিহত হয়েছে। রাজধানী খার্তুমের উপকণ্ঠে একটি আবাসিক এলাকায় সামরিক প্লেনটি বিধ্বস্ত হয়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) আঞ্চলিক সরকার এ তথ্য নিশ্চিত করেছে। খবর এএফপির।

সামরিক সূত্র জানিয়েছে, বিমান দুর্ঘটনাটি সম্ভবত কারিগরি কারণে ঘটেছে। নিহতদের মধ্যে মেজর জেনারেল বাহর আহমেদও রয়েছেন, যিনি খার্তুমের একজন সিনিয়র কমান্ডার ছিলেন এবং পূর্বে পুরো রাজধানীজুড়ে সেনাবাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

সুদানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েকজন সামরিককর্মী এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। বিবৃতিতে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, প্লেনটি যে এলাকায় বিধ্বস্ত হয়েছে সেখানকার বেশ কয়েকটি ঘরবাড়ির ক্ষতি হয়েছে।

উত্তর ওমদুরমানের বাসিন্দারা জানিয়েছেন, দুর্ঘটনার পর বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এ ঘটনার পর আশেপাশের বেশ কয়েকটি এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। সূত্র: রয়টার্স, এএফপি

Check Also

বাংলাদেশের জন্য চাল নিয়ে আসছে পাকিস্তানি জাহাজ

শেরপুর নিউজ ডেস্ক: বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে আবারও শুরু হয়েছে সরাসরি বাণিজ্য। সরকার থেকে সরকার …

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × one =

Contact Us